ঢাকা ১২:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

জাতিসংঘে ইসরাইলের পাশে থাকবে যুক্তরাষ্ট্র

আর্ন্তজাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০২:১২:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫
  • / ৩৭০ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাজায় যুদ্ধবিরতি ও অবাধ মানবিক প্রবেশাধিকারের আহ্বান জানিয়ে একটি প্রস্তাবে ভেটো দেওয়ার পর বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্যরা যুক্তরাষ্ট্রের সমালোচনা করেছেন।

গত নভেম্বরে ইসরায়েলের গুরুত্বপূর্ণ মিত্র যুক্তরাষ্ট্রও যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে একটি টেক্সট আটকে দেওয়ার পর থেকে পরিস্থিতি নিয়ে ১৫ সদস্যের এই প্রথম ভোট হলো।

বুধবার ১৪-১ ভোটের পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক বিবৃতিতে বলেন, ‘আজ যুক্তরাষ্ট্র ইসরাইলকে লক্ষ্য করে গাজা ইস্যুতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পাল্টা প্রস্তাবে ভেটো দিয়ে একটি কঠোর বার্তা দিয়েছে।

তিনি বলেন, ওয়াশিংটন এমন কোনো প্রস্তাব সমর্থন করবে না যা ‘ইসরায়েল ও হামাসের মধ্যে মিথ্যা সমতা টানে বা ইসরায়েলের আত্মরক্ষার অধিকারকে অবজ্ঞা করে।

জাতিসংঘে ইসরাইলের পাশে থাকবে যুক্তরাষ্ট্র।

খসড়া প্রস্তাবে গাজায় তাৎক্ষণিক, নিঃশর্ত ও স্থায়ী যুদ্ধবিরতির দাবি জানানো হয়েছে, যা সব পক্ষের সম্মানে।

বিবৃতিতে ‘হামাস ও অন্যান্য গোষ্ঠীর হাতে আটক সব জিম্মিকে অবিলম্বে, মর্যাদাপূর্ণ ও নিঃশর্ত মুক্তির’ আহ্বান জানানো হয় এবং গাজায় মানবিক ত্রাণ প্রবেশের ওপর সব ধরনের বিধিনিষেধ তুলে নেয়ার দাবি জানানো হয়।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের অভ্যন্তরে নজিরবিহীন হামলা হামাস ‘লজ্জাজনক’ মার্কিন ভেটোর নিন্দা জানিয়ে গাজায় ‘গণহত্যার’ অভিযোগ পুনর্ব্যক্ত করে, যা ইসরায়েল তীব্রভাবে প্রত্যাখ্যান করে।

এক বিবৃতিতে গোষ্ঠীটি বলেছে, এই ভেটো ‘যুক্তরাষ্ট্রের নৈতিক রেকর্ডে একটি নতুন দাগ চিহ্নিত করেছে’, ওয়াশিংটনের বিরুদ্ধে ‘গণহত্যার বৈধতা, আগ্রাসনকে সমর্থন করা এবং অনাহার, ধ্বংস ও গণহত্যাকে যৌক্তিক করার’ অভিযোগ আনা হয়েছে।

– ‘নৈতিক দাগ’ –

জাতিসংঘে পাকিস্তানের রাষ্ট্রদূত আসিম আহমেদ বলেছেন, এই ব্যর্থ প্রস্তাব ‘কেবল এই পরিষদের বিবেকের ওপর নৈতিক দাগই হয়ে থাকবে না, বরং রাজনৈতিক প্রয়োগের একটি দুর্ভাগ্যজনক মুহূর্ত হয়ে থাকবে যা প্রজন্মের পর প্রজন্ম ধরে প্রতিধ্বনিত হবে।

জাতিসংঘে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ফু কং বলেন, ‘আজকের ভোটের ফলাফল আবারও প্রমাণ করল যে, গাজায় সংঘাত দমনে পরিষদের ব্যর্থতার মূল কারণ হচ্ছে যুক্তরাষ্ট্রের বারবার বাধা।

জানুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর এই প্রথম এ ধরনের পদক্ষেপ নিল ওয়াশিংটন।

গাজায় যুদ্ধ বন্ধে আন্তর্জাতিক চাপের মুখে পড়েছে ইসরায়েল।

মে মাসের মাঝামাঝি সময়ে জাতিসংঘের স্বল্প সংখ্যক যানবাহন প্রবেশের অনুমতি দেওয়ার আগে ইসরায়েল দুই মাসেরও বেশি সময় ধরে গাজা অবরুদ্ধ করে রাখা গাজায় ত্রাণ বিতরণ নিয়ে এই তদন্ত বেড়েছে।

জাতিসংঘ গত মাসে সতর্ক করে দিয়ে বলেছে, অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ডের পুরো জনগোষ্ঠী দুর্ভিক্ষের ঝুঁকিতে রয়েছে।
– ‘ইতিহাস দ্বারা বিচারিত’ –

জাতিসংঘে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জেরোম বোনাফন্ট বলেন, “কাউন্সিলকে তার দায়িত্ব কাঁধে নিতে বাধা দেওয়া হয়েছে, যদিও আমাদের বেশিরভাগই একই দৃষ্টিভঙ্গিতে একত্রিত হচ্ছে বলে মনে হচ্ছে।

জাতিসংঘে নিযুক্ত ফিলিস্তিনি রাষ্ট্রদূত রিয়াদ মনসুর বলেছেন, নিরাপত্তা পরিষদে ভোটাভুটির পর তিনি এখন যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে একটি প্রস্তাব পাস করতে সাধারণ পরিষদকে বলবেন।

জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন অবশ্য বলেছেন, প্রস্তাবটি সাধারণ পরিষদে ভোটের জন্য উত্থাপনের ফিলিস্তিনি পরিকল্পনা অর্থহীন, যেখানে কোনো দেশই ভেটো দিতে পারবে না।

তিনি বলেন, ‘এই রেজুলেশন মানবিক ত্রাণের অগ্রগতি ঘটায় না এবং এটিকে ক্ষুণ্ন করে। এটি রাজনৈতিক এজেন্ডার পক্ষে একটি কার্যকরী ব্যবস্থাকে উপেক্ষা করে,” তিনি বলেছিলেন।

রুবিও বলেন, ‘জাতিসংঘকে অবশ্যই তার মূল উদ্দেশ্য অর্থাৎ শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং এসব কর্মকাণ্ড বন্ধ করতে হবে।

নিউজটি শেয়ার করুন

জাতিসংঘে ইসরাইলের পাশে থাকবে যুক্তরাষ্ট্র

আপডেট সময় : ০২:১২:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫

গাজায় যুদ্ধবিরতি ও অবাধ মানবিক প্রবেশাধিকারের আহ্বান জানিয়ে একটি প্রস্তাবে ভেটো দেওয়ার পর বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্যরা যুক্তরাষ্ট্রের সমালোচনা করেছেন।

গত নভেম্বরে ইসরায়েলের গুরুত্বপূর্ণ মিত্র যুক্তরাষ্ট্রও যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে একটি টেক্সট আটকে দেওয়ার পর থেকে পরিস্থিতি নিয়ে ১৫ সদস্যের এই প্রথম ভোট হলো।

বুধবার ১৪-১ ভোটের পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক বিবৃতিতে বলেন, ‘আজ যুক্তরাষ্ট্র ইসরাইলকে লক্ষ্য করে গাজা ইস্যুতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পাল্টা প্রস্তাবে ভেটো দিয়ে একটি কঠোর বার্তা দিয়েছে।

তিনি বলেন, ওয়াশিংটন এমন কোনো প্রস্তাব সমর্থন করবে না যা ‘ইসরায়েল ও হামাসের মধ্যে মিথ্যা সমতা টানে বা ইসরায়েলের আত্মরক্ষার অধিকারকে অবজ্ঞা করে।

জাতিসংঘে ইসরাইলের পাশে থাকবে যুক্তরাষ্ট্র।

খসড়া প্রস্তাবে গাজায় তাৎক্ষণিক, নিঃশর্ত ও স্থায়ী যুদ্ধবিরতির দাবি জানানো হয়েছে, যা সব পক্ষের সম্মানে।

বিবৃতিতে ‘হামাস ও অন্যান্য গোষ্ঠীর হাতে আটক সব জিম্মিকে অবিলম্বে, মর্যাদাপূর্ণ ও নিঃশর্ত মুক্তির’ আহ্বান জানানো হয় এবং গাজায় মানবিক ত্রাণ প্রবেশের ওপর সব ধরনের বিধিনিষেধ তুলে নেয়ার দাবি জানানো হয়।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের অভ্যন্তরে নজিরবিহীন হামলা হামাস ‘লজ্জাজনক’ মার্কিন ভেটোর নিন্দা জানিয়ে গাজায় ‘গণহত্যার’ অভিযোগ পুনর্ব্যক্ত করে, যা ইসরায়েল তীব্রভাবে প্রত্যাখ্যান করে।

এক বিবৃতিতে গোষ্ঠীটি বলেছে, এই ভেটো ‘যুক্তরাষ্ট্রের নৈতিক রেকর্ডে একটি নতুন দাগ চিহ্নিত করেছে’, ওয়াশিংটনের বিরুদ্ধে ‘গণহত্যার বৈধতা, আগ্রাসনকে সমর্থন করা এবং অনাহার, ধ্বংস ও গণহত্যাকে যৌক্তিক করার’ অভিযোগ আনা হয়েছে।

– ‘নৈতিক দাগ’ –

জাতিসংঘে পাকিস্তানের রাষ্ট্রদূত আসিম আহমেদ বলেছেন, এই ব্যর্থ প্রস্তাব ‘কেবল এই পরিষদের বিবেকের ওপর নৈতিক দাগই হয়ে থাকবে না, বরং রাজনৈতিক প্রয়োগের একটি দুর্ভাগ্যজনক মুহূর্ত হয়ে থাকবে যা প্রজন্মের পর প্রজন্ম ধরে প্রতিধ্বনিত হবে।

জাতিসংঘে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ফু কং বলেন, ‘আজকের ভোটের ফলাফল আবারও প্রমাণ করল যে, গাজায় সংঘাত দমনে পরিষদের ব্যর্থতার মূল কারণ হচ্ছে যুক্তরাষ্ট্রের বারবার বাধা।

জানুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর এই প্রথম এ ধরনের পদক্ষেপ নিল ওয়াশিংটন।

গাজায় যুদ্ধ বন্ধে আন্তর্জাতিক চাপের মুখে পড়েছে ইসরায়েল।

মে মাসের মাঝামাঝি সময়ে জাতিসংঘের স্বল্প সংখ্যক যানবাহন প্রবেশের অনুমতি দেওয়ার আগে ইসরায়েল দুই মাসেরও বেশি সময় ধরে গাজা অবরুদ্ধ করে রাখা গাজায় ত্রাণ বিতরণ নিয়ে এই তদন্ত বেড়েছে।

জাতিসংঘ গত মাসে সতর্ক করে দিয়ে বলেছে, অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ডের পুরো জনগোষ্ঠী দুর্ভিক্ষের ঝুঁকিতে রয়েছে।
– ‘ইতিহাস দ্বারা বিচারিত’ –

জাতিসংঘে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জেরোম বোনাফন্ট বলেন, “কাউন্সিলকে তার দায়িত্ব কাঁধে নিতে বাধা দেওয়া হয়েছে, যদিও আমাদের বেশিরভাগই একই দৃষ্টিভঙ্গিতে একত্রিত হচ্ছে বলে মনে হচ্ছে।

জাতিসংঘে নিযুক্ত ফিলিস্তিনি রাষ্ট্রদূত রিয়াদ মনসুর বলেছেন, নিরাপত্তা পরিষদে ভোটাভুটির পর তিনি এখন যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে একটি প্রস্তাব পাস করতে সাধারণ পরিষদকে বলবেন।

জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন অবশ্য বলেছেন, প্রস্তাবটি সাধারণ পরিষদে ভোটের জন্য উত্থাপনের ফিলিস্তিনি পরিকল্পনা অর্থহীন, যেখানে কোনো দেশই ভেটো দিতে পারবে না।

তিনি বলেন, ‘এই রেজুলেশন মানবিক ত্রাণের অগ্রগতি ঘটায় না এবং এটিকে ক্ষুণ্ন করে। এটি রাজনৈতিক এজেন্ডার পক্ষে একটি কার্যকরী ব্যবস্থাকে উপেক্ষা করে,” তিনি বলেছিলেন।

রুবিও বলেন, ‘জাতিসংঘকে অবশ্যই তার মূল উদ্দেশ্য অর্থাৎ শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং এসব কর্মকাণ্ড বন্ধ করতে হবে।