অভিবাসী ইস্যুতে আমেরিকায় বিক্ষোভ, সেনা মোতায়েন ট্রাম্পের

- আপডেট সময় : ০২:৩৮:৪২ অপরাহ্ন, রবিবার, ৮ জুন ২০২৫
- / ৩৯৬ বার পড়া হয়েছে

অভিবাসীদের বিরুদ্ধে অভিযানের প্রতিবাদে আমেরিকার লস অ্যাঞ্জেলসে টানা দুইদিন ধরে চলছে বিক্ষোভ। হাজারো জনতার এই বিক্ষোভ দমনে ২ হাজার ন্যাশনাল গার্ড সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় গতকাল শনিবার সন্ধ্যায় এই সিদ্ধান্ত কার্যকরের কথা জানিয়েছেন ট্রাম্পের সীমান্ত নিরাপত্তা উপদেষ্টা টম হোম্যান।
বার্তা সংস্থা রয়টার্স বলছে, এ নিয়ে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথও সতর্ক করেছেন। তিনি বলেন, লস অ্যাঞ্জেলেসে যদি সহিংসতা অব্যাহত থাকে তবে পেন্টাগন সেনাদের একত্রিত করতে প্রস্তুত।
এর আগে গতকাল লস অ্যাঞ্জেলসের সাউথইস্ট অঞ্চলের প্যারামাউন্ট এলাকায় দ্বিতীয় দিনের মতো শতাধিক বিক্ষোভকারী মার্কিন অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থার (আইসিই) বিরুদ্ধে বিক্ষোভে নামে। অনেকে মুখে গ্যাসমাস্ক পরে, আবার কেউ কেউ মেক্সিকোর পতাকা উড়িয়ে প্রতিবাদ জানায়। এ সময় নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে বিক্ষোভকারীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে।
শনিবার বিকেলের দিকে পুলিশ কয়েকজন বিক্ষোভকারীকে আটক করেছে। যদিও আনুষ্ঠানিকভাবে কোনো গ্রেপ্তারের সংখ্যা নিশ্চিত করা হয়নি। স্থানীয় টিভি চ্যানেলের ফুটেজে দেখা গেছে, হেলমেট ও গ্যাসমাস্ক পরা নিরাপত্তা বাহিনীর সদস্যরা সড়কে সারিবদ্ধভাবে অবস্থান নিয়েছেন। আশপাশে উল্টানো শপিং কার্ট ও গ্যাস গ্রেনেড ছোড়ার দৃশ্য দেখা যায়।
ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে অভিবাসনবিরোধী কার্যক্রম আরও বেড়েছে। প্রতিদিন অন্তত ৩ হাজার অভিবাসী আটক করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে অভিযোগ রয়েছে কর্তৃপক্ষের বিরুদ্ধে। কিন্তু এই অভিযান বাস্তবে বৈধ স্থায়ী বাসিন্দাদেরও ভুক্তভোগী করছে, যা নিয়ে একাধিক আইনি চ্যালেঞ্জ দেখা দিয়েছে।
লস অ্যাঞ্জেলসের ডেমোক্র্যাট মেয়র ক্যারেন ব্যাস এক বিবৃতিতে বলেন, ‘আমি এই ঘটনায় ক্ষুব্ধ। এসব অভিযান আমাদের শহরের নিরাপত্তা ও শান্তিকে বিঘ্নিত করে। আমরা এসব বর্বর কৌশল সহ্য করব না।’