ঢাকা ১২:২৯ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

মাস্কের সঙ্গে কোনওরকম সম্পর্কই রাখতে চান না ট্রাম্প

আর্ন্তজাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০২:৩৬:২৩ অপরাহ্ন, রবিবার, ৮ জুন ২০২৫
  • / ৩৯৯ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চরমে উঠেছে তিক্ততা। ভেঙেছে ট্রাম্প-মাস্কের ব্রোম্যান্স। এখন কেবলই চলছে একে-অন্যকে আক্রমণ আর কুৎসা রটানোর পর্ব। আক্রমণ, পাল্টা আক্রমণে রোজই শিরোনামে চলে আসছেন মার্কিন প্রেসিডেন্ট এবং টেসলা কর্তা। যদিও এর মধ্যেই রয়েছে টুইস্ট! বৃহস্পতিবার এপস্টাইন ফাইল নিয়ে ইলন বোমা ফাটালেও ৪৮ ঘণ্টার মধ্যে সেই পোস্ট ডিলিট করেন তিনি। তবে টেসলা কর্তার নমনীয় ভাব দেখেও সুর নরম করতে নারাজ ডোনাল্ড ট্রাম্প। সাফ জানিয়ে দিয়েছেন, মাস্কের সঙ্গে কোনওরকম সম্পর্কই রাখতে চান না তিনি। শুধু তাই নয়, তাঁকে চরম পরিণতি ভোগ করানোর কড়া হুঁশিয়ারিও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

টিভি সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট অভিযোগ করেন, ইলন মাস্ক তাঁকে অপমান করেছেন। এমনকী মার্কিন প্রেসিডেন্ট পদেরও অসম্মান করেছেন টেসলা কর্তা বলে দাবি ট্রাম্পের। এ প্রসঙ্গে স্পষ্ট না করলেও তিনি মাস্কের এপস্টাইন ফাইল মন্তব্যের দিকেই ইঙ্গিত করতে চেয়েছেন তা আন্দাজ করতে সমস্যা হয় না। যে বিল থেকে ‘ব্রোম্যান্স’-এ চিড়, সেই বিলের বিরুদ্ধে মত তৈরিতে নিজের ধনসম্পদকে কাজে লাগাতে পারেন ইলন, বলে মনে করছেন মার্কিন প্রেসিডেন্ট। কিন্তু এমন ভাবনা যাতে মনেও না আনেন টেসলা কর্তা, তাই আগেভাগেই একদা পরম বন্ধুকে হুঁশিয়ারি দিয়ে রেখেছেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘যদি মাস্ক রিপাবলিকানদের বিরুদ্ধে ডেমোক্র্যাটদের ফান্ডিং দিয়ে বাজেট বিলের বিপক্ষে ভোট দিতে উস্কান, তাহলে এর ফল ভালো হবে না। চরম পরিণতি ভোগ করবেন।’

ইলন মাস্ক বিতর্কিত পোস্ট মুছে দেওয়ার পর কি সম্পর্কে তিক্ততার বরফ গলবে? ট্রাম্পের সটান জবাব, ‘এমন কোনও সম্ভাবনাই নেই। সম্পর্ক রাখা তো দূর, কথা বলারই কোনও ইচ্ছা নেই।’

নিউজটি শেয়ার করুন

মাস্কের সঙ্গে কোনওরকম সম্পর্কই রাখতে চান না ট্রাম্প

আপডেট সময় : ০২:৩৬:২৩ অপরাহ্ন, রবিবার, ৮ জুন ২০২৫

চরমে উঠেছে তিক্ততা। ভেঙেছে ট্রাম্প-মাস্কের ব্রোম্যান্স। এখন কেবলই চলছে একে-অন্যকে আক্রমণ আর কুৎসা রটানোর পর্ব। আক্রমণ, পাল্টা আক্রমণে রোজই শিরোনামে চলে আসছেন মার্কিন প্রেসিডেন্ট এবং টেসলা কর্তা। যদিও এর মধ্যেই রয়েছে টুইস্ট! বৃহস্পতিবার এপস্টাইন ফাইল নিয়ে ইলন বোমা ফাটালেও ৪৮ ঘণ্টার মধ্যে সেই পোস্ট ডিলিট করেন তিনি। তবে টেসলা কর্তার নমনীয় ভাব দেখেও সুর নরম করতে নারাজ ডোনাল্ড ট্রাম্প। সাফ জানিয়ে দিয়েছেন, মাস্কের সঙ্গে কোনওরকম সম্পর্কই রাখতে চান না তিনি। শুধু তাই নয়, তাঁকে চরম পরিণতি ভোগ করানোর কড়া হুঁশিয়ারিও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

টিভি সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট অভিযোগ করেন, ইলন মাস্ক তাঁকে অপমান করেছেন। এমনকী মার্কিন প্রেসিডেন্ট পদেরও অসম্মান করেছেন টেসলা কর্তা বলে দাবি ট্রাম্পের। এ প্রসঙ্গে স্পষ্ট না করলেও তিনি মাস্কের এপস্টাইন ফাইল মন্তব্যের দিকেই ইঙ্গিত করতে চেয়েছেন তা আন্দাজ করতে সমস্যা হয় না। যে বিল থেকে ‘ব্রোম্যান্স’-এ চিড়, সেই বিলের বিরুদ্ধে মত তৈরিতে নিজের ধনসম্পদকে কাজে লাগাতে পারেন ইলন, বলে মনে করছেন মার্কিন প্রেসিডেন্ট। কিন্তু এমন ভাবনা যাতে মনেও না আনেন টেসলা কর্তা, তাই আগেভাগেই একদা পরম বন্ধুকে হুঁশিয়ারি দিয়ে রেখেছেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘যদি মাস্ক রিপাবলিকানদের বিরুদ্ধে ডেমোক্র্যাটদের ফান্ডিং দিয়ে বাজেট বিলের বিপক্ষে ভোট দিতে উস্কান, তাহলে এর ফল ভালো হবে না। চরম পরিণতি ভোগ করবেন।’

ইলন মাস্ক বিতর্কিত পোস্ট মুছে দেওয়ার পর কি সম্পর্কে তিক্ততার বরফ গলবে? ট্রাম্পের সটান জবাব, ‘এমন কোনও সম্ভাবনাই নেই। সম্পর্ক রাখা তো দূর, কথা বলারই কোনও ইচ্ছা নেই।’