চট্টগ্রাম বিমানবন্দরে কোভিড সতর্কতা

- আপডেট সময় : ১২:০১:৫৪ অপরাহ্ন, সোমবার, ৯ জুন ২০২৫
- / ৩৮৫ বার পড়া হয়েছে

ভারতসহ পৃথিবীর বিভিন্ন দেশে করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষিতে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে বাড়তি সতর্কতা জারি করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। গতকাল রোববার (৮ জুন) জানানো হয়, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী; শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে গতকাল থেকে ইমিগ্রেশন ও স্বাস্থ্য ডেস্কে সার্ভিলেন্স বাড়ানো হয়।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, সতকর্তার আওতায় ইমিগ্রেশনের প্রবেশস্থলে হেলথ স্ক্রিনিং ইকুইপমেন্ট বসানো হয়েছে। এ ছাড়া, থার্মাল স্ক্যানারের মাধ্যমে নন-টাচ পদ্ধতিতে আগত যাত্রীদের তাপমাত্রা নির্ণয় করবে মেডিকেল টিম।
সেই সঙ্গে বিমানবন্দরে টারমিনালের স্পর্শকাতর পয়েন্টে সবার জন্য মাস্ক ব্যবহারের জরুরি নির্দেশনাও দেওয়া হয়।
বিমানবন্দরের স্বাস্থ্যকর্মীদের জন্য জরুরি ভিত্তিতে পর্যাপ্ত মাস্ক ও গ্লোভস মজুতের ব্যবস্থা নেয়া হয়েছে। একইসঙ্গে গণসচেতনতা বৃদ্ধির জন্য রোগ প্রতিরোধ নির্দেশনাও প্রচার করা হবে বলে জানায় কর্তৃপক্ষ।