মালয়েশিয়ায় বাস দুর্ঘটনায় নিহত ১৫

- আপডেট সময় : ১১:৩৭:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ৯ জুন ২০২৫
- / ৩৬০ বার পড়া হয়েছে

মালয়েশিয়ার উত্তরাঞ্চলে সোমবার ভোরে একটি মিনিভ্যানের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহনকারী একটি বাস ধাক্কায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন।
থাইল্যান্ড সীমান্তের কাছে ব্যস্ত ইস্ট-ওয়েস্ট হাইওয়েতে ঘটনাস্থলেই ১৩ জন এবং হাসপাতালে দুজনের মৃত্যু হয়। আহত হয়েছেন আরও ৩১ জন।
পেরাক রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, “বাসটি উল্টে যায় এবং মিনিভ্যানটি খাদে পড়ে যায়।
“কিছু ভুক্তভোগী নিজেরাই বেরিয়ে আসতে সক্ষম হন, কিছু ভুক্তভোগীকে বাইরে ফেলে দেওয়া হয় এবং অন্যরা তখনও বাসে আটকা পড়েছিলেন,” বিবৃতিতে বলা হয়।
সোমবার স্থানীয় সময় রাত ১টার দিকে কুয়ালালামপুরের উত্তরে সুলতান ইদ্রিস এডুকেশন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহনকারী বাসটি মিনিভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়।
উদ্ধারকারী সংস্থাগুলো জানিয়েছে, বাসে থাকা কয়েকজন হতাহতকে উদ্ধার ও উদ্ধারের জন্য একটি হাইড্রোলিক কাটারের প্রয়োজন ছিল।
মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনার হার অনেক বেশি৷ গত মার্চে দ্য স্টার দৈনিক পত্রিকা জানায়, দেশটির ব্যস্ত সড়কে প্রতি দুই ঘণ্টায় একজন প্রাণ হারান৷