ঢাকা ০৪:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

গাজায় খাবার দিতে আসা জাহাজ ‘ছিনতাই’ ইসরায়েলের

আর্ন্তজাতিক ডেস্ক
  • আপডেট সময় : ১১:৪৬:১৭ পূর্বাহ্ন, সোমবার, ৯ জুন ২০২৫
  • / ৪০৩ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাজায় ক্ষুধার্ত ফিলিস্তিনিদের জন্য খাবার নিয়ে আসা আন্তর্জাতিক অলাভজনক সংস্থা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (এফএফসি) পরিচালিত ত্রাণবাহী জাহাজ ‘ম্যাডলিন’ ভিড়তে দেয়নি ইসরায়েল। ইতালি থেকে জাহাজটিতে করে ত্রাণ নিয়ে আসা হচ্ছিল। আন্তর্জাতিক জলসীমা থেকেই জাহাজটিকে ইসরায়েলের আশদাদ বন্দরে নিয়ে যাওয়া হয়। এই জাহাজ ও এতে থাকা মানবাধিকার কর্মীদের অপহরণ করা হয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, এই জাহাজে রয়েছেন সুইডিশ মানবাধিকারকর্মী গ্রেটা থুনবার্গ ও আরও অনেকে। এরই মধ্যে জাহাজে থাকা দুজন মানবাধিকাকর্মী এ নিয়ে মাইক্রোব্লগিং সাইট এক্সে ভিডিও পোস্ট করেছেন। ভিডিওতে তাদেরকে বলতে শোনা যায়, ইসরায়েলি বাহিনী কিংবা তাদের সমর্থক বাহিনী এই জাহাজসহ তাদের অপহরণ করেছে। তারা আন্তর্জাতিক সম্প্রদায়কে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

মাইক্রোব্লগিং সাইট এক্সে ত্রাণবাহী জাহাজ ‘ম্যাডলিন’ ভিড়তে না দেওয়ার তথ্য নিশ্চিত করেছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়। জাহাজটিকে ‘সেলফি ইয়ট’ বলে উল্লেখ করেছে ইসরায়েলি মন্ত্রণালয়। তাদের দাবি, ‘তারকাদের’ বহনকারী ‘সেলফি ইয়ট’–কে নিরাপদে ইসরায়েলের উপকূলে নিয়ে আসা হয়েছে। এর আগে এই জাহাজ ঘিরে দুটি ড্রোন ছিল।

‘ম্যাডলিন’ জাহাজে মোট ১২ জন মানবাধিকার কর্মী রয়েছেন। তাঁরা হলেন সুইডেনের পরিবেশবিষয়ক আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ, ফিলিস্তিনি বংশোদ্ভূত ফরাসি নাগরিক ও ইউরোপীয় পার্লামেন্ট সদস্য রিমা হাসান, জার্মানির ইয়াসেমিন আচার, ফ্রান্সের ব্যাপতিস্ত আন্দ্রে, ব্রাজিলের থিয়াগো আভিলা, ফ্রান্সের ওমর ফায়াদ, পাস্কাল মৌরিয়েরাস, ইয়ানিস মোহামদি, তুরস্কের সুলাইব ওর্দু, স্পেনের সার্জিও তোরিবিও, নেদারল্যান্ডসের মার্কো ফন রেনেস ও ফ্রান্সের রিভা ভিয়া।

অপহরণের ব্যাপারে গ্রেটা বলেন, ‘আমার নাম গ্রেটা থানবার্গ, আমি সুইডেন থেকে এসেছি। আপনি যদি এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে বলছি, ইসরায়েলি দখলদার বাহিনী, অথবা ইসরায়েলকে সমর্থনকারী বাহিনী আমাদের আন্তর্জাতিক জলসীমায় আটকে রেখেছে এবং অপহরণ করছে। আমি আমার সমস্ত বন্ধু, পরিবার এবং সহকর্মীদের অনুরোধ করছি যেন তারা আমাকে এবং অন্যদের যত তাড়াতাড়ি সম্ভব মুক্তি দেওয়ার জন্য সুইডিশ সরকারের ওপর চাপ সৃষ্টি করেন।’

এদিকে, ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই পোস্টে সুইডেনের পরিবেশবিষয়ক আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গসহ অন্যদের বিরুদ্ধে ক্ষোভ জানানো হয়েছে। এতে অভিযোগ করা হয়, এ মানবাধিকারকর্মীরা গণমাধ্যমকে উসকে দেওয়ার চেষ্টা করছিলেন। শুধু প্রচার পাওয়ার উদ্দেশে তাঁরা এই কাজ করেছেন। এতে আরও দাবি করা হয়, গত দুই সপ্তাহে গাজায় যথেষ্ট খাবার প্রবেশ করেছে।

ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনও (এফএফসি) জাহাজটি ইসরায়েলের দখলে যাওয়ার তথ্য নিশ্চিত করেছে। তারা বার্তা আদান–প্রদানের অ্যাপ টেলিগ্রামে লিখেছে, জাহাজের সঙ্গে তাদের সব ধরনের যোগাযোগ বন্ধ করে দিয়েছে ইসরায়েলি বাহিনী। এ ছাড়া টেলিগ্রামে একটি ছবি পোস্ট করা হয়েছে। সেখানে ত্রাণ দিতে যাওয়া মানবাধিকারকর্মীদের হাত ওপরের দিকে তুলে বসে থাকতে দেখা গেছে।

গত ২ মার্চ থেকে গাজায় ত্রাণ প্রবেশ পুরোপুরি বন্ধ করে দেয় ইসরায়েল। এমন অবস্থায় অনাহারে ভুগে অনেক শিশু মারা যায়। ত্রাণ প্রবেশে বাধা দেওয়ার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ‘ম্যাডলিন’ নামের এ জাহাজ গত ১ জুন ইতালির সিসিলির কাতানিয়া শহর থেকে যাত্রা শুরু করে।

বিভিন্ন ত্রাণ সংস্থার হিসাব অনুসারে, গাজার ২৩ লাখের বেশি বাসিন্দার মধ্যে ৯০ শতাংশের বেশি মানুষ তীব্রমাত্রায় খাদ্যসংকটে ভুগছেন।

ফ্রি ফ্লোটিলা কোয়ালিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, গাজার মানুষের জন্য অত্যন্ত জরুরি ভিত্তিতে যেসব সহায়তা দরকার, সেগুলো বহন করছে জাহাজটি। এর মধ্যে আছে চিকিৎসার সরঞ্জাম, ময়দা, চাল, শিশুদের দুধ (বেবি ফর্মুলা), ডায়াপার, নারীদের স্যানিটারি পণ্য, পানি বিশুদ্ধকরণ কিট, ক্রাচ ও শিশুদের কৃত্রিম অঙ্গ।

নিউজটি শেয়ার করুন

গাজায় খাবার দিতে আসা জাহাজ ‘ছিনতাই’ ইসরায়েলের

আপডেট সময় : ১১:৪৬:১৭ পূর্বাহ্ন, সোমবার, ৯ জুন ২০২৫

গাজায় ক্ষুধার্ত ফিলিস্তিনিদের জন্য খাবার নিয়ে আসা আন্তর্জাতিক অলাভজনক সংস্থা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (এফএফসি) পরিচালিত ত্রাণবাহী জাহাজ ‘ম্যাডলিন’ ভিড়তে দেয়নি ইসরায়েল। ইতালি থেকে জাহাজটিতে করে ত্রাণ নিয়ে আসা হচ্ছিল। আন্তর্জাতিক জলসীমা থেকেই জাহাজটিকে ইসরায়েলের আশদাদ বন্দরে নিয়ে যাওয়া হয়। এই জাহাজ ও এতে থাকা মানবাধিকার কর্মীদের অপহরণ করা হয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, এই জাহাজে রয়েছেন সুইডিশ মানবাধিকারকর্মী গ্রেটা থুনবার্গ ও আরও অনেকে। এরই মধ্যে জাহাজে থাকা দুজন মানবাধিকাকর্মী এ নিয়ে মাইক্রোব্লগিং সাইট এক্সে ভিডিও পোস্ট করেছেন। ভিডিওতে তাদেরকে বলতে শোনা যায়, ইসরায়েলি বাহিনী কিংবা তাদের সমর্থক বাহিনী এই জাহাজসহ তাদের অপহরণ করেছে। তারা আন্তর্জাতিক সম্প্রদায়কে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

মাইক্রোব্লগিং সাইট এক্সে ত্রাণবাহী জাহাজ ‘ম্যাডলিন’ ভিড়তে না দেওয়ার তথ্য নিশ্চিত করেছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়। জাহাজটিকে ‘সেলফি ইয়ট’ বলে উল্লেখ করেছে ইসরায়েলি মন্ত্রণালয়। তাদের দাবি, ‘তারকাদের’ বহনকারী ‘সেলফি ইয়ট’–কে নিরাপদে ইসরায়েলের উপকূলে নিয়ে আসা হয়েছে। এর আগে এই জাহাজ ঘিরে দুটি ড্রোন ছিল।

‘ম্যাডলিন’ জাহাজে মোট ১২ জন মানবাধিকার কর্মী রয়েছেন। তাঁরা হলেন সুইডেনের পরিবেশবিষয়ক আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ, ফিলিস্তিনি বংশোদ্ভূত ফরাসি নাগরিক ও ইউরোপীয় পার্লামেন্ট সদস্য রিমা হাসান, জার্মানির ইয়াসেমিন আচার, ফ্রান্সের ব্যাপতিস্ত আন্দ্রে, ব্রাজিলের থিয়াগো আভিলা, ফ্রান্সের ওমর ফায়াদ, পাস্কাল মৌরিয়েরাস, ইয়ানিস মোহামদি, তুরস্কের সুলাইব ওর্দু, স্পেনের সার্জিও তোরিবিও, নেদারল্যান্ডসের মার্কো ফন রেনেস ও ফ্রান্সের রিভা ভিয়া।

অপহরণের ব্যাপারে গ্রেটা বলেন, ‘আমার নাম গ্রেটা থানবার্গ, আমি সুইডেন থেকে এসেছি। আপনি যদি এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে বলছি, ইসরায়েলি দখলদার বাহিনী, অথবা ইসরায়েলকে সমর্থনকারী বাহিনী আমাদের আন্তর্জাতিক জলসীমায় আটকে রেখেছে এবং অপহরণ করছে। আমি আমার সমস্ত বন্ধু, পরিবার এবং সহকর্মীদের অনুরোধ করছি যেন তারা আমাকে এবং অন্যদের যত তাড়াতাড়ি সম্ভব মুক্তি দেওয়ার জন্য সুইডিশ সরকারের ওপর চাপ সৃষ্টি করেন।’

এদিকে, ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই পোস্টে সুইডেনের পরিবেশবিষয়ক আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গসহ অন্যদের বিরুদ্ধে ক্ষোভ জানানো হয়েছে। এতে অভিযোগ করা হয়, এ মানবাধিকারকর্মীরা গণমাধ্যমকে উসকে দেওয়ার চেষ্টা করছিলেন। শুধু প্রচার পাওয়ার উদ্দেশে তাঁরা এই কাজ করেছেন। এতে আরও দাবি করা হয়, গত দুই সপ্তাহে গাজায় যথেষ্ট খাবার প্রবেশ করেছে।

ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনও (এফএফসি) জাহাজটি ইসরায়েলের দখলে যাওয়ার তথ্য নিশ্চিত করেছে। তারা বার্তা আদান–প্রদানের অ্যাপ টেলিগ্রামে লিখেছে, জাহাজের সঙ্গে তাদের সব ধরনের যোগাযোগ বন্ধ করে দিয়েছে ইসরায়েলি বাহিনী। এ ছাড়া টেলিগ্রামে একটি ছবি পোস্ট করা হয়েছে। সেখানে ত্রাণ দিতে যাওয়া মানবাধিকারকর্মীদের হাত ওপরের দিকে তুলে বসে থাকতে দেখা গেছে।

গত ২ মার্চ থেকে গাজায় ত্রাণ প্রবেশ পুরোপুরি বন্ধ করে দেয় ইসরায়েল। এমন অবস্থায় অনাহারে ভুগে অনেক শিশু মারা যায়। ত্রাণ প্রবেশে বাধা দেওয়ার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ‘ম্যাডলিন’ নামের এ জাহাজ গত ১ জুন ইতালির সিসিলির কাতানিয়া শহর থেকে যাত্রা শুরু করে।

বিভিন্ন ত্রাণ সংস্থার হিসাব অনুসারে, গাজার ২৩ লাখের বেশি বাসিন্দার মধ্যে ৯০ শতাংশের বেশি মানুষ তীব্রমাত্রায় খাদ্যসংকটে ভুগছেন।

ফ্রি ফ্লোটিলা কোয়ালিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, গাজার মানুষের জন্য অত্যন্ত জরুরি ভিত্তিতে যেসব সহায়তা দরকার, সেগুলো বহন করছে জাহাজটি। এর মধ্যে আছে চিকিৎসার সরঞ্জাম, ময়দা, চাল, শিশুদের দুধ (বেবি ফর্মুলা), ডায়াপার, নারীদের স্যানিটারি পণ্য, পানি বিশুদ্ধকরণ কিট, ক্রাচ ও শিশুদের কৃত্রিম অঙ্গ।