গাজার নৌকা আটকের ঘটনায় ফ্রান্সে বিক্ষোভ

- আপডেট সময় : ১২:১৮:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫
- / ৩৭৭ বার পড়া হয়েছে

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ সোমবার গাজার উদ্দেশে রওনা হওয়ার সময় জব্দ করা একটি নৌকায় গ্রেটা থানবার্গসহ অ্যাক্টিভিস্টদের দ্রুত মুক্তি দিতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন।
১২ জন আন্দোলনকারীকে বহনকারী নৌকাটি ইসরায়েল থামিয়ে দিলে হাজার হাজার মানুষ সমাবেশ করে।
ফ্রান্সের প্যারিস ও আরও অন্তত পাঁচটি শহরে বামপন্থী দলগুলো সমাবেশের ডাক দিয়েছে। ফ্রান্স আনবোউড (এলএফআই) পার্টির প্রধান জ্যঁ-লুক মেলেনচন ইসরায়েলি সামরিক বাহিনী কর্তৃক গাজার নৌকা আটকের ঘটনাকে ‘আন্তর্জাতিক জলদস্যুতা’ বলে অভিহিত করেছেন।
সুইজারল্যান্ডের গাজায় ইসরাইলি সামরিক অভিযানের প্রতিবাদে জেনেভা ও লুজানে ট্রেন স্টেশন অবরোধ করেছে কয়েকশ মানুষ।
ফিলিস্তিনি পতাকাবাহী প্রায় ৩০০ বিক্ষোভকারী জেনেভার প্রধান স্টেশনের দুটি ট্র্যাক প্রায় এক ঘণ্টা ধরে দখল করে রাখে। নিকটবর্তী লুসানেও একই ধরনের বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছিল যেখানে পুলিশ ট্র্যাকগুলি পরিষ্কার করেছিল।
এদিকে, ম্যাক্রোঁ জাহাজে থাকা ১২ জন সক্রিয় কর্মীর মধ্যে ফরাসি নাগরিকদের অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন।
ওই ছয় ফরাসি নাগরিককে যত দ্রুত সম্ভব ফ্রান্সে ফেরার অনুমতি দেওয়ার অনুরোধ জানিয়েছেন ম্যাক্রোঁ।
তিনি বলেন, ফ্রান্স ‘সজাগ’ ছিল এবং বিপদের সময় সব নাগরিকের পাশে দাঁড়ায়। ফরাসি সরকারও আন্দোলনকারীদের ‘সুরক্ষা’ নিশ্চিত করতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে। গাজায় মানবিক অবরোধকে ‘কলঙ্ক’ ও ‘লজ্জাজনক’ বলেও অভিহিত করেন ম্যাক্রোঁ।
ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এর আগে জানিয়েছিল যে “সেলফি ইয়টের সমস্ত যাত্রী নিরাপদ এবং অক্ষত আছেন”, এবং তারা আশা করছে যে কর্মীরা তাদের দেশে ফিরে যাবেন।
২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাস জঙ্গি গোষ্ঠীর হামলার পর থেকে ফিলিস্তিনি ভূখণ্ডে সামরিক অভিযানের অংশ হিসেবে গাজাকে কার্যত অবরুদ্ধ করে রেখেছে ইসরায়েল।