ঢাকা ১১:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

এম‌পি আনারের কো‌টি টাকার গা‌ড়ি মিল‌ল কু‌ষ্টিয়ায়

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১২:২৬:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫
  • / ৩৮৮ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কু‌ষ্টিয়া শহ‌রের একটি বহুতল ভব‌ন বাড়ির গ্যারেজে রাখা হয়েছে কয়েক কোটি টাকা মূল্যের ট‌য়োটা ল্যান্ড ক্রুজার প‌্যারা‌ডো ব্রান্ডের কা‌লো রঙের একটি গাড়ি। প্রায় ‌তিন মাস আগে গা‌ড়ি‌টি গ‌্যা‌রে‌জে আনা হয় ব‌লে জানা গে‌ছে। ক‌য়েক কো‌টি টাকার বিলাসবহুল ওই গা‌ড়ি নি‌য়ে স‌ন্দেহ সৃ‌ষ্টি হ‌লে পু‌লিশ গা‌ড়ির মা‌লি‌কের সন্ধা‌নে না‌মে। সোমবার রা‌তে যাচাই-বাছাই ক‌রে পু‌লিশ জান‌তে পা‌রে পু‌লিশ লাইনের সাম‌নে শা‌ফিনা টাওয়া‌রের গ‌্যা‌রে‌জে রাখা গা‌ড়ি‌টির মা‌লিক ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় হত্যাকাণ্ডের শিকার হওয়া ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার।

বিষয়টি নিশ্চিত করে কু‌ষ্টিয়া ম‌ডেল থানা পু‌লি‌শের উপপ‌রিদর্শক(এসআই) স্বপন বলেন, তল্লাসী চা‌লি‌য়ে গা‌ড়ির ভেতর থে‌কে সংসদ সদস‌্যর স্টিকার ও গা‌ড়ির কাগজপত্র পাওয়া গে‌ছে। কাগজে গা‌ড়ি‌টির মা‌লিক আনোয়ারুল আজিম আনার এম‌পির নাম র‌য়ে‌ছে। ত‌বে গা‌ড়ি‌টি এখা‌নে কীভা‌বে আস‌লো তা নি‌য়ে তদন্ত চলছে। গা‌ড়ি‌টি পু‌লি‌শি ‌হেফাজ‌তে নি‌য়ে রা‌তে গ‌্যা‌রে‌জের প্রহরী‌কে দেখভা‌লের দা‌য়িত্ব দেওয়া হ‌য়ে‌ছে।

এদিকে সাংবাদিকদের হা‌তে আসা গা‌ড়ির কাগজপ‌ত্রে দেখা যায়, ২০২৩ সা‌লে ম‌ডে‌লের ট‌য়োটা ব্র‌্যা‌ন্ডের গাড়িটির নম্বর ঢাকা মেট্রো-ঘ ১২-৬০৬০।

সা‌ফিনা টাওয়া‌রের গ‌্যা‌রে‌জের দা‌য়ি‌ত্বে থাকা প্রহরী আলমগীর জানান, প্রায় তিন ম‌াস আগে একটি তামাক কোম্পা‌নির দুই কর্মকর্তা গা‌ড়ি‌টি রে‌খে যান। তাদের কোম্পানীর বায়ারদের জন‌্য ভব‌নের দুই, তিন ও চারতলায় পাঁচ‌টি ফ্লাট ভাড়া ‌নে‌ওয়া আছে।

এ বিষ‌য়ে জান‌তে শা‌ফিনা টাওয়া‌রের মা‌লিক শামসু‌দ্দিন আলম ওর‌ফে শা‌হিনের মু‌ঠো‌ফো‌নে কল দি‌লে তি‌নি রি‌সিভ ক‌রেন‌নি।

কু‌ষ্টিয়া ম‌ডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ও‌সি) মোশারফ হো‌সেন ব‌লেন, গা‌ড়ি‌টির তথ‌্য দেওয়ার জন‌্য ভব‌ন মা‌লিক সময় নি‌য়ে‌ছেন। বিষয়‌টি যাচাই-বাছাই করে ব‌্যবস্থা নেওয়া হ‌বে।

নিউজটি শেয়ার করুন

এম‌পি আনারের কো‌টি টাকার গা‌ড়ি মিল‌ল কু‌ষ্টিয়ায়

আপডেট সময় : ১২:২৬:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫

কু‌ষ্টিয়া শহ‌রের একটি বহুতল ভব‌ন বাড়ির গ্যারেজে রাখা হয়েছে কয়েক কোটি টাকা মূল্যের ট‌য়োটা ল্যান্ড ক্রুজার প‌্যারা‌ডো ব্রান্ডের কা‌লো রঙের একটি গাড়ি। প্রায় ‌তিন মাস আগে গা‌ড়ি‌টি গ‌্যা‌রে‌জে আনা হয় ব‌লে জানা গে‌ছে। ক‌য়েক কো‌টি টাকার বিলাসবহুল ওই গা‌ড়ি নি‌য়ে স‌ন্দেহ সৃ‌ষ্টি হ‌লে পু‌লিশ গা‌ড়ির মা‌লি‌কের সন্ধা‌নে না‌মে। সোমবার রা‌তে যাচাই-বাছাই ক‌রে পু‌লিশ জান‌তে পা‌রে পু‌লিশ লাইনের সাম‌নে শা‌ফিনা টাওয়া‌রের গ‌্যা‌রে‌জে রাখা গা‌ড়ি‌টির মা‌লিক ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় হত্যাকাণ্ডের শিকার হওয়া ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার।

বিষয়টি নিশ্চিত করে কু‌ষ্টিয়া ম‌ডেল থানা পু‌লি‌শের উপপ‌রিদর্শক(এসআই) স্বপন বলেন, তল্লাসী চা‌লি‌য়ে গা‌ড়ির ভেতর থে‌কে সংসদ সদস‌্যর স্টিকার ও গা‌ড়ির কাগজপত্র পাওয়া গে‌ছে। কাগজে গা‌ড়ি‌টির মা‌লিক আনোয়ারুল আজিম আনার এম‌পির নাম র‌য়ে‌ছে। ত‌বে গা‌ড়ি‌টি এখা‌নে কীভা‌বে আস‌লো তা নি‌য়ে তদন্ত চলছে। গা‌ড়ি‌টি পু‌লি‌শি ‌হেফাজ‌তে নি‌য়ে রা‌তে গ‌্যা‌রে‌জের প্রহরী‌কে দেখভা‌লের দা‌য়িত্ব দেওয়া হ‌য়ে‌ছে।

এদিকে সাংবাদিকদের হা‌তে আসা গা‌ড়ির কাগজপ‌ত্রে দেখা যায়, ২০২৩ সা‌লে ম‌ডে‌লের ট‌য়োটা ব্র‌্যা‌ন্ডের গাড়িটির নম্বর ঢাকা মেট্রো-ঘ ১২-৬০৬০।

সা‌ফিনা টাওয়া‌রের গ‌্যা‌রে‌জের দা‌য়ি‌ত্বে থাকা প্রহরী আলমগীর জানান, প্রায় তিন ম‌াস আগে একটি তামাক কোম্পা‌নির দুই কর্মকর্তা গা‌ড়ি‌টি রে‌খে যান। তাদের কোম্পানীর বায়ারদের জন‌্য ভব‌নের দুই, তিন ও চারতলায় পাঁচ‌টি ফ্লাট ভাড়া ‌নে‌ওয়া আছে।

এ বিষ‌য়ে জান‌তে শা‌ফিনা টাওয়া‌রের মা‌লিক শামসু‌দ্দিন আলম ওর‌ফে শা‌হিনের মু‌ঠো‌ফো‌নে কল দি‌লে তি‌নি রি‌সিভ ক‌রেন‌নি।

কু‌ষ্টিয়া ম‌ডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ও‌সি) মোশারফ হো‌সেন ব‌লেন, গা‌ড়ি‌টির তথ‌্য দেওয়ার জন‌্য ভব‌ন মা‌লিক সময় নি‌য়ে‌ছেন। বিষয়‌টি যাচাই-বাছাই করে ব‌্যবস্থা নেওয়া হ‌বে।