ইরানের তেল মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবারের ইসরায়েলি হামলায় প্রধান শোধনাগার ও জ্বালানি ডিপোগুলোর কোনো ক্ষতি হয়নি।
"দেশের পরিশোধন সুবিধা এবং তেল ডিপোগুলির কোনও ক্ষতি হয়নি এবং বর্তমানে এই সুবিধাগুলির কার্যক্রম এবং জ্বালানি সরবরাহ দেশের সমস্ত অংশে কোনও বাধা ছাড়াই চলছে," মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে।