ইরানের বিরুদ্ধে ইসরাইলি অভিযান অব্যাহত থাকবে’ : নেতানিয়াহু

আর্ন্তজাতিক ডেস্ক
- আপডেট সময় : ১২:১০:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫
- / ৩৯২ বার পড়া হয়েছে

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানের পরমাণু ও সামরিক স্থাপনায় হামলা চালানোর ঘোষণা দেয়ার পর ইসরাইল ইরানের ওপর হামলা অব্যাহত রাখবে।
‘রাইজিং লায়ন’ অভিযানের নাম দিয়ে এক ভিডিও বিবৃতিতে নেতানিয়াহু বলেন, ‘এই হুমকি দূর করতে যত দিন লাগবে ততদিন এই অভিযান অব্যাহত থাকবে।
তিনি বলেন, আমরা ইরানের পরমাণু সমৃদ্ধকরণ কর্মসূচির কেন্দ্রবিন্দুতে আঘাত করেছি। আমরা নাতাঞ্জে ইরানের প্রধান সমৃদ্ধকরণ স্থাপনাকে টার্গেট করেছি। আমরা ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির কেন্দ্রবিন্দুতেও আঘাত করেছি,” তিনি বলেন, ইসরায়েল ইরানের পরমাণু বিজ্ঞানীদেরও আঘাত করেছে।