ইসরাইলি হামলায় ইরানের পরমাণু বিজ্ঞানী তেহরানচি ও আব্বাসি নিহত

- আপডেট সময় : ১২:১৪:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫
- / ৩৯৫ বার পড়া হয়েছে

ইসরাইলি বিমান হামলায় নিহত হয়েছেন ইরানের দুই পরমাণু বিজ্ঞানী মোহাম্মাদ মাহদি তেহরানচি ও ফেরেইদুন আব্বাসি। আজ (শুক্রবার, ১৩ জুন) ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে।
এর আগে সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) কমান্ডার-ইন-চিফ জেনারেল হোসেইন সালামি ইসরায়েলের রাতভর চালানো বিমান হামলায় নিহত হয়েছেন।
এদিকে ইরানের রাজধানী তেহরান ও আশপাশের এলাকায় অবস্থিত সামরিক ও পারমাণবিক স্থাপনায় একাধিক বিমান হামলা চালিয়েছে ইসরাইল।
ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আগেই রেকর্ড করে রাখা একটি ভিডিও বার্তায় এসব হামলার কথা নিশ্চিত করেন।
অপরদিকে, ইরানের তেল মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলের মারাত্মক হামলায় মূল তেল শোধনাগার এবং জ্বালানি ডিপোগুলোর কোনো ক্ষতি হয়নি এবং এসব ডিপোতে স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রয়েছে।
মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘দেশের পরিশোধনাগার এবং তেল ডিপোগুলোর কোনো ক্ষতি হয়নি এবং বর্তমানে দেশের সমস্ত অংশে এই স্থাপনাগুলোর কার্যক্রম এবং জ্বালানি সরবরাহ স্বাভাবিকভাবে চলছে।’