ঢাকা ০৯:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

আমরা একজন দেশপ্রেমিক রাজনৈতিক ব্যক্তিত্বকে হারালাম: মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৯:৫৭:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫
  • / ৩৮৩ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গণফোরাম সভাপতি মোস্তফা মোহসীন মন্টুর মৃত্যুর খবর পেয়ে রোববার রাতে স্কয়ার হাসপাতালে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসময় তিনি বলেন, মোস্তফা মোহসীন মন্টু সত্যিকারের একজন মুক্তিযোদ্ধা। তিনি কখনও নীতি এবং নৈতিকতার প্রশ্নে আপস করেননি।

মির্জা ফখরুল আরও বলেন, বর্তমান প্রেক্ষাপটে তাকে হারানো বড় ধরনের ক্ষতি। তিনি বলেন, আমরা একজন বিশিষ্ট এবং দেশপ্রেমিক রাজনৈতিক ব্যক্তিত্বকে আজ হারালাম। দেশের বর্তমান পরিস্থিতিতে এ ধরনের মানুষের প্রচণ্ড রকম দরকার ছিল।

এদিকে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, মোস্তফা মোহসীন মন্টুর প্রথম জানাজা রাত পৌনে ৯টায় এলিফেন্ট রোডের মসজিদে মনোয়ারায় অনুষ্ঠিত হবে। সোমবার (১৬ জুন) সকালে ৯টায় দ্বিতীয় জানাজা কেরানীগঞ্জে হবে। ওইদিন বাদ জোহর তার মরদেহ শ্রদ্ধা নিবেদনের জন্য শহীদ মিনারে নেয়া হবে। পরে গার্ড অব অনার শেষে বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।

আজ রোববার (১৫ জুন) বিকাল ৫টা ১০ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে ইন্তেকাল করেন মোস্তফা মহসিন মন্টু (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর। তিনি দীর্ঘদিন গণফোরামের নেতৃত্বে ছিলেন এবং দেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেন।

নিউজটি শেয়ার করুন

আমরা একজন দেশপ্রেমিক রাজনৈতিক ব্যক্তিত্বকে হারালাম: মির্জা ফখরুল

আপডেট সময় : ০৯:৫৭:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫

গণফোরাম সভাপতি মোস্তফা মোহসীন মন্টুর মৃত্যুর খবর পেয়ে রোববার রাতে স্কয়ার হাসপাতালে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসময় তিনি বলেন, মোস্তফা মোহসীন মন্টু সত্যিকারের একজন মুক্তিযোদ্ধা। তিনি কখনও নীতি এবং নৈতিকতার প্রশ্নে আপস করেননি।

মির্জা ফখরুল আরও বলেন, বর্তমান প্রেক্ষাপটে তাকে হারানো বড় ধরনের ক্ষতি। তিনি বলেন, আমরা একজন বিশিষ্ট এবং দেশপ্রেমিক রাজনৈতিক ব্যক্তিত্বকে আজ হারালাম। দেশের বর্তমান পরিস্থিতিতে এ ধরনের মানুষের প্রচণ্ড রকম দরকার ছিল।

এদিকে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, মোস্তফা মোহসীন মন্টুর প্রথম জানাজা রাত পৌনে ৯টায় এলিফেন্ট রোডের মসজিদে মনোয়ারায় অনুষ্ঠিত হবে। সোমবার (১৬ জুন) সকালে ৯টায় দ্বিতীয় জানাজা কেরানীগঞ্জে হবে। ওইদিন বাদ জোহর তার মরদেহ শ্রদ্ধা নিবেদনের জন্য শহীদ মিনারে নেয়া হবে। পরে গার্ড অব অনার শেষে বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।

আজ রোববার (১৫ জুন) বিকাল ৫টা ১০ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে ইন্তেকাল করেন মোস্তফা মহসিন মন্টু (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর। তিনি দীর্ঘদিন গণফোরামের নেতৃত্বে ছিলেন এবং দেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেন।