ঢাকা ০৯:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

ইসরায়েল-ইরান সংঘাতে যুক্তরাষ্ট্রের জড়িয়ে পড়ার ইঙ্গিত ট্রাম্পের

আর্ন্তজাতিক ডেস্ক
  • আপডেট সময় : ১০:১৫:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫
  • / ৩৭৭ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইরানে ইসরায়েলের বিমান হামলা শুরুর বিষয়ে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তেহরানের পাল্টা আক্রমণে দখলদার ইসরায়েলের বেশ ক্ষয়ক্ষতি এবং জায়নবাদীদের অনুরোধের কারণে চলমান সংঘাতে যুক্তরাষ্ট্রের জড়ানোর ইঙ্গিত পাওয়া যাচ্ছিল।

ঠিক এমন সময় ট্রাম্প বলেছেন, ‘এটা সম্ভব যে ইসরায়েল-ইরান সংঘাতে জড়িয়ে পড়বে যুক্তরাষ্ট্র।’ রোববার (১৫ জুন) এবিসি নিউজের র‍্যাচেল স্কটের সঙ্গে এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন ট্রাম্প।

এবিসি নিউজ বলছে, ট্রাম্প জোর দিয়ে বলেন, ‘মধ্যপ্রাচ্যের চিরশত্রুদের মধ্যে চলমান যুদ্ধে আমরা জড়িত হতে পারি। তবে এই মুহূর্তে কোনো সামরিক পদক্ষেপে জড়িত নয় যুক্তরাষ্ট্র।’

পুতিন এই সংঘাতে সম্ভাব্য মধ্যস্থতাকারী হওয়ার বিষয়ে প্রস্তুত বলেও জানান তিনি। মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘রাশিয়ার প্রেসিডেন্ট প্রস্তুত। তিনি আমাকে ফোন করেছিলেন। আমরা এ বিষয়ে দীর্ঘ আলোচনা করেছি।’

ইরানের ওপর ইসরায়েলের সর্বশেষ আক্রমণ সম্পর্কে ট্রাম্প বলেন, ‘আমি মনে করি তারা খুবই ধ্বংসাত্মক ছিল। ইরানে আঘাতও অত্যন্ত ধ্বংসাত্মক ছিল।’ ইরানের সঙ্গে আলোচনার ব্যাপারে তিনি বলেন, ‘এরকম কিছু ঘটতেই হতো। তবে আলোচনার জন্য কথা চলছে।’

খুব দ্রুত একটি চুক্তি হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প বলেন, ‘এটি এমন কিছু, আমি বিশ্বাস করি যে সমাধান হতে চলেছে।’ সূত্র: এবিসি নিউজ ও টাইমস অব ইসরায়েল

নিউজটি শেয়ার করুন

ইসরায়েল-ইরান সংঘাতে যুক্তরাষ্ট্রের জড়িয়ে পড়ার ইঙ্গিত ট্রাম্পের

আপডেট সময় : ১০:১৫:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫

ইরানে ইসরায়েলের বিমান হামলা শুরুর বিষয়ে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তেহরানের পাল্টা আক্রমণে দখলদার ইসরায়েলের বেশ ক্ষয়ক্ষতি এবং জায়নবাদীদের অনুরোধের কারণে চলমান সংঘাতে যুক্তরাষ্ট্রের জড়ানোর ইঙ্গিত পাওয়া যাচ্ছিল।

ঠিক এমন সময় ট্রাম্প বলেছেন, ‘এটা সম্ভব যে ইসরায়েল-ইরান সংঘাতে জড়িয়ে পড়বে যুক্তরাষ্ট্র।’ রোববার (১৫ জুন) এবিসি নিউজের র‍্যাচেল স্কটের সঙ্গে এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন ট্রাম্প।

এবিসি নিউজ বলছে, ট্রাম্প জোর দিয়ে বলেন, ‘মধ্যপ্রাচ্যের চিরশত্রুদের মধ্যে চলমান যুদ্ধে আমরা জড়িত হতে পারি। তবে এই মুহূর্তে কোনো সামরিক পদক্ষেপে জড়িত নয় যুক্তরাষ্ট্র।’

পুতিন এই সংঘাতে সম্ভাব্য মধ্যস্থতাকারী হওয়ার বিষয়ে প্রস্তুত বলেও জানান তিনি। মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘রাশিয়ার প্রেসিডেন্ট প্রস্তুত। তিনি আমাকে ফোন করেছিলেন। আমরা এ বিষয়ে দীর্ঘ আলোচনা করেছি।’

ইরানের ওপর ইসরায়েলের সর্বশেষ আক্রমণ সম্পর্কে ট্রাম্প বলেন, ‘আমি মনে করি তারা খুবই ধ্বংসাত্মক ছিল। ইরানে আঘাতও অত্যন্ত ধ্বংসাত্মক ছিল।’ ইরানের সঙ্গে আলোচনার ব্যাপারে তিনি বলেন, ‘এরকম কিছু ঘটতেই হতো। তবে আলোচনার জন্য কথা চলছে।’

খুব দ্রুত একটি চুক্তি হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প বলেন, ‘এটি এমন কিছু, আমি বিশ্বাস করি যে সমাধান হতে চলেছে।’ সূত্র: এবিসি নিউজ ও টাইমস অব ইসরায়েল