দিনাজপুরে ট্রেনে কাটা পড়ে একই স্থানে দুজনের মৃত্যু

দিনাজপুর প্রতিনিধি
- আপডেট সময় : ০৩:২৮:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫
- / ৩৭২ বার পড়া হয়েছে

দিনাজপুরের চিরিরবন্দর রেলস্টেশনে একই স্থানে পৃথক সময় রেলে কাটা পড়ে দুইজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বয়স্ক একজন নারীও রয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ৯ টায় চিরিরবন্দর রেলস্টেশন প্ল্যাটফর্মের পশ্চিম পাশে রাস্তা পার হওয়ার সময় আনজুমান আরা (৬০) নামের এক বৃদ্ধা ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়েছে।
অপরদিকে বেলা ১২ টায় বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেন জিয়াবুর রহমান (৪৩) নামের এক ব্যক্তি ট্রেনে উঠরি সময় পা স্লিপ খেয়ে ট্রেনের নিচে পড়ে গেলে ঘটনাস্থলে তারও মৃত্যু হয়।
নিহতরা হলেন- চিরিরবন্দর উপজেলার বাসুদেবপুর গ্রামের আফজাল হোসনের স্ত্রী আনজুমান আরা ও পশ্চিম সাইতাঁড়া গ্রামে গফুর শাহ পাড়ার এন্তাজুল হকের ছেলে জিয়াবুর রহমান।
দিনাজপুর জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মান্নান ঘটনারার সত্যতা নিশ্চিত করেছেন।