আগামীকাল শুরু হচ্ছে বাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজ

- আপডেট সময় : ০৫:১০:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫
- / ৩৪৭ বার পড়া হয়েছে

টেস্ট সিরিজ শেষ। এবার ওয়ানডের মঞ্চে নামছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। দ্বিপক্ষীয় এই সিরিজের তিনটি ম্যাচই হবে শ্রীলঙ্কার মাটিতে। প্রথম ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে আগামীকাল বুধবার (০২ জুলাই)। টুর্নামেন্টের সবগুলো ম্যাচই হবে কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে। দিবা-রাত্রির ম্যাচ তিনটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় বিকেল ৩টায়, সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস।
এটি দু’দলের একাদশতম দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ। আগের দশ সিরিজে ছয়বার জিতেছে শ্রীলঙ্কা, বাংলাদেশ জয় পেয়েছে দু’বার, বাকি দুটি সিরিজ হয়েছে ড্র। দু’দলের সামগ্রিক মুখোমুখি পরিসংখ্যানে এগিয়ে শ্রীলঙ্কা ৫৭ ম্যাচে জিতেছে ৪৩টিতে, বাংলাদেশ জিতেছে ১২টিতে, আর দুটি ম্যাচ হয়েছে পরিত্যক্ত।
তবে সাম্প্রতিক পারফরম্যান্সে চিত্রটা কিছুটা ভিন্ন। সবশেষ দুই দ্বিপক্ষীয় সিরিজে জিতেছে বাংলাদেশ। গত ৯ ম্যাচে ৫টিতে জয় এসেছে টাইগারদের ঝুলিতে। ২০২৩ বিশ্বকাপে দিল্লিতে টাইমড আউট কাণ্ডও এখনও টাটকা স্মৃতিতে।
লম্বা সময় পর বাংলাদেশ পূর্ণাঙ্গ সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফর করছে। ২০১৭ সালের পর এই প্রথম দুই টেস্ট, তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি খেলছে দু’দল। এবার টেস্ট সিরিজ ১-০ ব্যবধানে হেরে যেতে হয়েছে বাংলাদেশকে। গলে প্রথম ম্যাচে কিছুটা লড়াই করলেও এসএসসিতে দ্বিতীয় ম্যাচে ছিল একেবারে নিষ্প্রভ।
ওয়ানডে ফরম্যাটে ফিরেই বড় পরিবর্তন- নতুন অধিনায়ক। এই সিরিজ দিয়েই আনুষ্ঠানিকভাবে ওয়ানডে অধিনায়ক হিসেবে যাত্রা শুরু করছেন মেহেদী হাসান মিরাজ। আগেই শান্তর কাছ থেকে নেতৃত্ব সরিয়ে দেয়া হয়েছে। শান্ত এই সিদ্ধান্ত ভালোভাবে না নেয়ায় টেস্ট অধিনায়কত্ব থেকেও সরে দাঁড়িয়েছেন। ফলে বাড়তি চাপে থাকবেন মিরাজও।
মিরাজ অবশ্য আগেও অস্থায়ীভাবে নেতৃত্ব দিয়েছেন ২০২৩ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে। তবে সেই সিরিজে বাংলাদেশ হোয়াইটওয়াশ হয়েছিল। এবার তার জন্য বড় সুযোগ নিয়মিত অধিনায়ক হিসেবে নিজের সক্ষমতা প্রমাণের।
প্রসঙ্গত, সর্বশেষ ২০২৪ সালে বাংলাদেশে অনুষ্ঠিত সিরিজে ২-১ ব্যবধানে শ্রীলঙ্কাকে হারায় টাইগাররা। এরপর এশিয়া কাপ ও বিশ্বকাপে শ্রীলঙ্কাকে হারানোর অভিজ্ঞতা আছে বাংলাদেশের। তাই প্রশ্ন থাকছেই ঘরের মাঠে এবার শ্রীলঙ্কা পারবে কি প্রতিশোধ নিতে?
চ্যাম্পিয়নস ট্রফি বাছাই পর্বের পর প্রথমবার ওয়ানডে খেলতে নামছে বাংলাদেশ। পরিচিত ফরম্যাট, পরিচিত প্রতিপক্ষ, সঙ্গে নতুন নেতৃত্ব। টেস্ট সিরিজ হারের ক্ষত ভুলে টাইগাররা কি ঘুরে দাঁড়াতে পারবে? মিরাজের নেতৃত্বে শুরু হবে কি নতুন সম্ভাবনার গল্প?
বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, লিটন দাস, জাকের আলি অনিক, শামীম পাটোয়ারী, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, নাহিদ রানা ও হাসান মাহমুদ।
শ্রীলঙ্কার ওয়ানডে স্কোয়াড
চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, আভিস্কা ফার্নান্দো, নিশান মাদুশকা, কুশল মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, কামিন্দু মেন্ডিস, জানিথ লিয়ানাগে, দুনিথ ওয়াল্লালাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহিশ থিকশানা, জেফ্রি ভ্যান্ডারসে, মিলান রত্নায়েকে (ফিটনেসের উপর নির্ভর করছে), দিলশান মাদুশঙ্কা, আসিথা ফার্নান্দো ও এসান মালিঙ্গা।