ইউরোপের ১৫টি গণমাধ্যমের ওপর নিষেধাজ্ঞা আরোপ রাশিয়ার

- আপডেট সময় : ০৪:৪০:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫
- / ৩৫০ বার পড়া হয়েছে

চলতি বছরের শুরুতে রুশ গণমাধ্যমের বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের নেওয়া পদক্ষেপের প্রতিক্রিয়ায় ইউরোপের ১৫টি গণমাধ্যমের ওপর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে রাশিয়া।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, “রাশিয়ার পক্ষ থেকে ভুয়া তথ্য ছড়ানোর সঙ্গে জড়িত ব্লকের সদস্য দেশগুলোর ১৫টি গণমাধ্যমের ওয়েব রিসোর্সে রুশ ফেডারেশনের ভূখণ্ড থেকে প্রবেশের ওপর পাল্টা বিধিনিষেধ আরোপের সিদ্ধান্ত নিয়েছে।
বিবৃতিতে বলা হয়, আটটি রুশ সংবাদমাধ্যমের বিরুদ্ধে ফেব্রুয়ারিতে অনুমোদিত ১৬তম নিষেধাজ্ঞা প্যাকেজের কাঠামোর মধ্যে ২৭ সদস্যের জোট কর্তৃক আরোপিত বিধিনিষেধের প্রতিক্রিয়ায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, ব্রাসেলস ও ইইউ সদস্য দেশগুলোকে বারবার সতর্ক করা হয়েছে যে, রুশ গণমাধ্যমের ওপর নিষেধাজ্ঞা ও ‘অন্যায্য নিষেধাজ্ঞা’ আরোপ করা হবে।
“এ ধরনের ঘটনার দায় সম্পূর্ণভাবে ইউরোপীয় ইউনিয়ন এবং ব্লকের সদস্য দেশগুলোর, যারা বেআইনি সিদ্ধান্তকে সমর্থন করেছে,” বলেছে তারা।
বিবৃতিতে আরো বলা হয়, ‘দেশীয় প্রকাশনা ও তথ্য চ্যানেলের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলে’ ইউরোপীয় গণমাধ্যমগুলোর বিষয়ে রাশিয়ার পক্ষ থেকে সর্বশেষ সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হবে।
তবে ইউরোপের কোন কোন সংবাদমাধ্যমের ওপর মস্কো নিষেধাজ্ঞা আরোপ করেছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
২৪ ফেব্রুয়ারি তারিখে, ইইউ রাশিয়ার বিরুদ্ধে তার ১৬তম নিষেধাজ্ঞা প্যাকেজ ঘোষণা করেছে, যার মধ্যে ইউরেশিয়া ডেইলি, ফন্ডস্ক, লেন্টা, নিউজফ্রন্ট, রুবাল্টিক, সাউথফ্রন্ট, স্ট্র্যাটেজিক কালচার ফাউন্ডেশন এবং ক্রাসনায়া জভেজদা নামক আটটি রাশিয়ান মিডিয়া আউটলেটের সম্প্রচার লাইসেন্স স্থগিত করা অন্তর্ভুক্ত রয়েছে। সুত্র-আনাদোলু এজেন্সি