খ্যাতিসম্পন্ন আর্সেনিক বিশেষজ্ঞ ডাঃ শিবতোষ রায়ের মৃত্যুবার্ষিকী

- আপডেট সময় : ০৩:৫৮:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫
- / ৩৬০ বার পড়া হয়েছে

আজ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আর্সেনিক বিশেষজ্ঞ ও গবেষক ডাঃ শিবতোষ রায়ের চব্বিশতম (২৪ তম) মৃত্যুবার্ষিকী। ঢাকা কমিউনিটি হাসপাতালের আর্সেনিক বিশেষজ্ঞ ডাঃ শিবতোষ রায় ২০০১ সালের ২রা জুলাই রংপুরের তারাগঞ্জে এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নিহত হন।
আর্সেনিক বিশেষজ্ঞ ডাঃ রায় ঢাকা কমিউনিটি হাসপাতাল, অস্ট্রেলিয়ার কমনওয়েলথ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ অর্গানাইজেশন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকাবিজ্ঞান বিভাগের যৌথ গবেষণার জন্য আর্সেনিক রোগী সনাক্ত করার কাজে দেশের উত্তরাঞ্চলে যান। দিনাজপুরে আর্সেনিকের কাজ শেষে রংপুরে ফেরার পথে তারাগঞ্জের সন্নিকটে এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় মৃত্যুবরণ করেন।
ডাঃ শিবতোষ বাংলাদেশে আর্সেনিক রোগীদের চিকিৎসার জন্য দেশের ৬৪টি জেলার ৪৬০টি থানার বহুসংখ্যক গ্রামে গিয়েছেন। ঢাকা কমিউনিটি হাসপাতালে দেশের আর্সেনিক রোগীরা সীমিত পর্যায়ে যে চিকিৎসার সুযোগ পাচ্ছেন তারও।
তিনি ছিলেন একজন অন্যতম প্রধান চিকিৎসক। তিনি কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার বৈদ্যের বাজার গ্রামে জন্মগ্রহণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫১ বৎসর। মৃত্যুকালে তিনি স্ত্রী, সেঁজুতি (১৪)ও শ্রাবন্তী ( ১৩) নামে দুই কন্যা ও পিতামাতাসহ অসংখ্য গুণগ্রাহী এবং আত্মীয় স্বজন রেখে গেছেন।
প্রতি বৎসর এইদিনে ঢাকা কমিউনিটি হাসপাতাল, পরিবারবর্গ, আত্মীয় – স্বজন এবং বন্ধু বান্ধব তাঁর স্মৃতির প্রতিশ্রদ্ধা নিবেদন করে আসছে। এছাড়াও ধর্মীয়ভাবে তাঁর আত্মার শান্তির জন্য প্রতি বৎসর তার নিজ বাসভবনে ও মন্দিরে শ্রাদ্ধানুষ্ঠান পালিত হয়।