বারবার চুক্তির পরও আমলাতান্ত্রিক জটিলতা ও সমন্বয়হীনতার কারণে দক্ষ কর্মী তৈরি করতে না পারায় জাপানে প্রত্যাশা অনুযায়ী কর্মী পাঠানো যাচ্ছে না। বুধবার (২ জুলাই) সকালে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে এমনটা জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল।
প্রবাসী কল্যাণ উপদেষ্টা বলেন, জাপানে আগামী ৫ বছরে অন্তত ১ লাখ বাংলাদেশি কর্মীর কাজ পাওয়ার সুযোগ রয়েছে। এজন্য দেশটিতে কর্মী পাঠাতে আলাদা সেল করা হয়েছে।
মালয়েশিয়ায় শ্রমিক পাঠাতে গিয়ে নানান জটিলতা হয়েছে স্বীকার করে প্রবাসী কল্যাণ উপদেষ্টা বলেন, ‘বিগত সরকারের সঙ্গে থাকা চুক্তির আইন সংশোধনের চেষ্টা করবে সরকার।’
তিনি বলেন, ‘প্রশাসন যন্ত্রের বড় সংস্কার প্রয়োজন।’ অন্তর্বর্তী সরকারের নেয়া সংস্কার উদ্যোগ পরবর্তী রাজনৈতিক সরকারের এগিয়ে নেয়ার আহ্বানও জানান আসিফ নজরুল। এসময় তিনি আরো বলেন, মালয়েশিয়ায় ১০-১২ লাখ কর্মী নেওয়ার খবরের সত্যতা নেই, দেশটি আগামীতে সর্বোচ্চ ৩০-৪০ হাজার কর্মী নেবে।
আস-সুন্নাহ'র মতো বিশ্বস্ত স্বেচ্ছাসেবী কিছু সংগঠনকে বিদেশে কর্মীদের প্রশিক্ষণ বিষয়ে বৈঠক হয়েছে বলেও জানান তিনি। প্রশিক্ষিত কর্মী পাঠাতে এসব সংগঠনগুলো কার্যকরী ভূমিকা পালন করবে বলেও আশাবাদ জানান ড. আসিফ নজরুল।
এর আগে, গেল জাপান সফরে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছিলেন, বাংলাদেশ থেকে অন্তত এক লাখ শ্রমিক নিয়োগের কথা জানিয়েছে জাপানি কর্তৃপক্ষ ও ব্যবসায়ীরা।