মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার বলেছেন, গাজা উপত্যকায় ৬০ দিনের যুদ্ধবিরতি চূড়ান্ত করতে 'প্রয়োজনীয় শর্তে' রাজি হয়েছে ইসরায়েল।
নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, দিনের শুরুতে তার প্রতিনিধিরা ইসরায়েলি কর্মকর্তাদের সঙ্গে 'দীর্ঘ ও ফলপ্রসূ বৈঠক' করেছেন।
"ইসরায়েল ৬০ দিনের যুদ্ধবিরতি চূড়ান্ত করার জন্য প্রয়োজনীয় শর্তে সম্মত হয়েছে, এই সময়ের মধ্যে আমরা যুদ্ধ শেষ করতে সব পক্ষের সাথে কাজ করব," তিনি লিখেছেন।
তিনি আরো বলেন, যুদ্ধবিরতি আলোচনায় মধ্যস্থতাকারী কাতার ও মিসর ফিলিস্তিনি গোষ্ঠী হামাসকে 'চূড়ান্ত প্রস্তাব' দেবে।
"আমি আশা করি, মধ্যপ্রাচ্যের ভালোর জন্য, হামাস এই চুক্তি গ্রহণ করবে, কারণ এটি আরও ভাল হবে না - এটি কেবল আরও খারাপ হবে," ট্রাম্প বলেছিলেন।
এর আগে ট্রাম্প সাংবাদিকদের বলেন, তিনি আশা করছেন গাজা উপত্যকায় 'আগামী সপ্তাহের কোনো এক সময়' যুদ্ধবিরতিতে পৌঁছাবে।
তিনি বলেন, আগামী সপ্তাহে ওয়াশিংটন ডিসিতে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে গাজা ও ইরান নিয়ে আলোচনা করবেন।
"সে এখানে আসছে। আমরা অনেক বিষয় নিয়ে কথা বলব। আমরা ইরানে আমাদের দুর্দান্ত সাফল্য সম্পর্কে কথা বলতে যাচ্ছি। আমরা গাজা নিয়েও কথা বলব।