বুধবার ভোর থেকে গাজা উপত্যকার বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলায় অন্তত ২৯ জন নিহত হয়েছে বলে মেডিকেল সূত্রগুলো আনাদোলুকে জানিয়েছে।
সূত্রগুলো জানিয়েছে, ইসরায়েলি ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে ত্রাণ সরবরাহের জন্য অপেক্ষমাণ বেসামরিক লোকদেরও লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে, এতে ১০ জন নিহত হয়েছে।
২০২৩ সালের অক্টোবর থেকে গাজা উপত্যকায় ৫৬ হাজার ৬০০ জনেরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার বলেছেন, ইসরায়েল ছিটমহলে ৬০ দিনের যুদ্ধবিরতি চূড়ান্ত করার জন্য 'প্রয়োজনীয় শর্তে' সম্মত হয়েছে এবং হামাসকে প্রস্তাবটি মেনে নেওয়ার আহ্বান জানিয়েছে।