প্রথম ওয়ানডেতে বাংলাদেশকে ৭৭ রানে হারালো শ্রীলঙ্কা

- আপডেট সময় : ১১:৩৭:২১ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫
- / ৩৪৮ বার পড়া হয়েছে

সিরিজের প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কার কাছে ৭৭ রানে হেরেছে মেহেদি মিরাজের দল। শুরুতে ব্যাট করে ২৪৪ রানে অলআউট হয় লঙ্কানরা। জবাবে ১৬৭ রানে গুটিয়ে যায় বাংলাদেশ।
প্রেমাদাসায় টস জিতে ব্যাট করতে নামা শ্রীলঙ্কার ব্যাটারদের শুরুতেই চেপে ধরেন বাংলাদেশের পেসাররা। মাত্র ২৯ রানেই তিন উইকেট তুলে নেন তাসকিন-তানজিম সাকিব। তবে অধিনায়ক চারিথ আসালাঙ্কার ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি আর কুশল মেন্ডিসের ৪৫ রানে, ২৪৪ রান সংগ্রহ করে স্বাগতিকরা।
ইনজুরি থেকে ফেরা তাসকিন শিকার করেন চার উইকেট। জবাব দিতে নেমে ঝোড়ো শুরু পায় বাংলাদেশ। তবে ২৯ রানে ব্যক্তিগত ১৩ রান করে আউট হন পারভেজ ইমন। এরপর তানজিদ তামিম আর নাজমুল শান্তর জুটিতে আসে ৭১ রান।
তবে নিজের ভুলে রানআউটের শিকার হয়ে শান্ত সাজঘরে ফেরার পর বিপদে পড়ে দল। মাত্র ২৫ রানে ৮ উইকেট হারায় বাংলাদেশ। লিটন, মিরাজ, তাসকিনরা আউট হন শূন্য রানে।
তানজিদ তামিম আর জাকের আলীর ফিফটি কেবল হারের ব্যবধানই কমিয়েছে।