ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি তার ভূখণ্ডে নতুন করে যে কোনো ধরনের আগ্রাসন চালানোর ব্যাপারে ইরানের পূর্ণ প্রস্তুতির ওপর জোর দিয়েছেন।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাগচি এবং গ্রিসের পররাষ্ট্রমন্ত্রী জর্জোস গেরাপেট্রিটিস ইরানের বিরুদ্ধে ইহুদিবাদী সরকারের সামরিক আগ্রাসন বন্ধের পর সর্বশেষ আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে মঙ্গলবার বিকেলে টেলিফোন সংলাপে মিলিত হয়েছেন।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইরানের আঞ্চলিক অখণ্ডতা ও জাতীয় সার্বভৌমত্ব লঙ্ঘন করে ইহুদিবাদী সরকার ও যুক্তরাষ্ট্র কর্তৃক জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘনের কথা তুলে ধরেন। আরাগচি ইরানের বিরুদ্ধে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসনের নিন্দা জানানোর প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, পরমাণু অস্ত্রপ্রসার রোধ ব্যবস্থা এবং নিরাপত্তা পরিষদের ২২৩১ নম্বর প্রস্তাব লঙ্ঘনসহ ইসরাইল ও যুক্তরাষ্ট্রের এ ধরনের নির্লজ্জ লঙ্ঘনের প্রতি উদাসীনতা আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য অপূরণীয় পরিণতি ডেকে আনবে।
আরাগচি ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় ও আঁতাতের মাধ্যমে ইহুদিবাদী সরকারের সামরিক আগ্রাসনের কথা স্মরণ করেন। আলোচনা, এটিকে কূটনীতির সারাংশের জন্য একটি গুরুতর আঘাত হিসাবে বর্ণনা করে। তিনি আরও জোর দিয়ে বলেন, এই অঞ্চলে সংঘটিত জঘন্য অপরাধ, বিশেষ করে গাজায় গণহত্যার ক্ষেত্রে ইহুদিবাদী সরকারের দায়মুক্তি অব্যাহত রাখা পশ্চিম এশিয়ায় ক্রমবর্ধমান নিরাপত্তাহীনতার প্রাথমিক চালক।
তিনি জোর দিয়ে বলেন, ইরানের সশস্ত্র বাহিনী যে দৃঢ় সামরিক অভিযান চালিয়েছে তা জাতিসংঘ সনদের ৫১ অনুচ্ছেদ অনুযায়ী আত্মরক্ষার সহজাত অধিকারের অনুশীলন এবং ইরানের আঞ্চলিক অখণ্ডতা ও জাতীয় সার্বভৌমত্বের বিরুদ্ধে ইহুদিবাদী সরকার ও যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসনের পাশাপাশি ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনার ওপর বিপজ্জনক হামলার জবাবে এসেছে। আরাগচি বলেন, নতুন করে যে কোনো ধরনের আগ্রাসন মোকাবেলায় ইসলামি প্রজাতন্ত্র ইরান পুরোপুরি প্রস্তুত রয়েছে।
গ্রিসের পররাষ্ট্রমন্ত্রী অসংখ্য ইরানি নাগরিকের শাহাদাতের ঘটনায় শোক প্রকাশ করেন এবং বিশেষ করে গাজায় ফিলিস্তিনি জনগণের ভয়াবহ মানবিক পরিস্থিতির জন্য গভীর দুঃখ প্রকাশ করেন। তিনি আশা প্রকাশ করেন যে বর্তমান যুদ্ধবিরতি বজায় থাকবে এবং আলোচনা এগিয়ে যাবে।
দুই পররাষ্ট্রমন্ত্রী নিয়মিত যোগাযোগ ও চলমান আলোচনা চালিয়ে যেতে সম্মত হন।