‘বর্তমান সরকার জাতীয় নির্বাচন থেকে মুখ ফিরিয়ে স্থানীয় নির্বাচনের স্বপ্ন দেখছে’

- আপডেট সময় : ০৪:৪২:৫৩ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫
- / ৩৫৩ বার পড়া হয়েছে

বর্তমান সরকার জাতীয় নির্বাচন থেকে মুখ ফিরিয়ে স্থানীয় নির্বাচনের স্বপ্ন দেখছে— বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। এ সময় তিনি দাবি করেন, কেউ কেউ হাসিনার ষড়যন্ত্রে পা দিয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও শহীদদের স্মরণে ‘জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা’ শীর্ষক আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আজ (বুধবার, ২ জুলাই) সকালে নারায়ণগঞ্জে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন নামক সংগঠনের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
শামসুজ্জামান দুদু তার বক্তব্যে বলেন, ‘আজ দেশে জাতীয় ঐক্য অত্যন্ত জরুরি। কেউ না বুঝে শেখ হাসিনার ষড়যন্ত্রে পা দিচ্ছে। জনগণের অধিকার আদায়ে আন্দোলনের বিকল্প নেই। গণঅভ্যুত্থানের স্পিরিট ধরে রাখতে হবে।’
তিনি বলেন, ‘বর্তমান সরকার জাতীয় নির্বাচন থেকে মুখ ফিরিয়ে স্থানীয় নির্বাচনের স্বপ্ন দেখছে, যা কখনোই বাস্তবায়ন হবে না। জনগণের ইচ্ছাই চূড়ান্ত। তাদের ইচ্ছার বিরুদ্ধে কোনো পরিকল্পনা সফল হবে না।’
অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান মো. ফারুক রহমান, বিএনপি নেতা এস কে সাদি, কেন্দ্রীয় ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন’-এর সভাপতি কে এম রাকিবুল ইসলাম রিপন, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান জুয়েল, মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, বিএনপি নেতা আবু জাফর আহমেদ বাবুল, মহানগর বিএনপির সদস্য মনোয়ার হোসেন শোখন ও যুবদল নেতা মাজহারুল ইসলাম জোসেফ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি আলম সরদার এবং সার্বিক পরিচালনায় ছিলেন জেলা শাখার সদস্য সচিব পূর্ণিমা মুন্নি দোলা।
সভায় বক্তারা বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে বিএনপি ও বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের ওপর অব্যাহত নিপীড়ন, হামলা-মামলা, গুম ও নির্যাতনের ঘটনা ছিল ইতিহাসের বর্বরতম দৃষ্টান্ত। বক্তারা অভিযোগ করেন, সরকার ‘পি আর পদ্ধতি’র মাধ্যমে প্রহসনের নির্বাচন করতে চায়, কিন্তু জনগণ তা মেনে নেবে না।
বক্তারা আরো বলেন, ‘৭১-এর চেতনাকে ভুলভাবে ব্যবহার করে জুলাইয়ের গণআন্দোলনের স্পিরিটকে কলুষিত করা যাবে না। বরং এই চেতনাকে ধারণ করে একটি গণতান্ত্রিক ও জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।’
অনুষ্ঠানের শেষ পর্যায়ে জুলাই-আগস্ট আন্দোলনের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে তাঁদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন নেতৃবৃন্দ।
বক্তারা সবাই এক কণ্ঠে ঘোষণা করেন, ‘৫ আগস্টের আগে যে জাতীয় ঐক্য গড়ে উঠেছিল, তা যেন অটুট থাকে।’