ইউরোপে তীব্র তাপপ্রবাহ, কয়েক দেশে উচ্চ সতর্কতা জারি

- আপডেট সময় : ১২:৫৭:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫
- / ৩৫৭ বার পড়া হয়েছে

তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত ইউরোপের অধিকাংশ দেশ। এমন পরিস্থিতিতে ফ্রান্স, স্পেন, ইতালি, পর্তুগাল ও জার্মানিতে উচ্চ সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ও গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
ইউরোপীয় ইউনিয়নের আবহাওয়া পর্যবেক্ষণ সংস্থা কোপারনিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিস জানিয়েছে, এবার জুন মাস থেকেই অস্বাভাবিক তাপপ্রবাহ দেখা দিয়েছে। সাধারণত জুলাই-আগস্টে এ ধরনের আবহাওয়া দেখা যায়। পশ্চিম ইউরোপের বড় অংশজুড়ে তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ৫ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেশি রেকর্ড করা হয়েছে। তাপপ্রবাহজনিত কারণে কয়েকজনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে।
ফ্রান্সে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ছড়িয়ে পড়েছে দাবানল। দেশটির আবহাওয়া বিভাগ শতাধিক অঞ্চলের মধ্যে ৮৪টিতে অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে। জনস্বাস্থ্য সুরক্ষায় প্যারিসের পার্ক ও পাবলিক সুইমিংপুল দীর্ঘ সময় খোলা রাখা হয়েছে।
স্পেনের আবহাওয়া সংস্থা জানিয়েছে, চলতি বছরের জুনে দেশটির ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সোমবার সীমান্তবর্তী এল গ্রানাডো এলাকায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৪৩.৭ ডিগ্রি সেলসিয়াস।
ইতালি ও জার্মানির বিভিন্ন শহরে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। ইতালির অনেক এলাকায় দিনের সবচেয়ে গরম সময়ে খোলা জায়গায় কাজ না করার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। জার্মানির পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে তাপমাত্রা ৩৪ ডিগ্রি ছাড়িয়েছে। দিনের বেলা তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে বলে সতর্ক করা হয়েছে। এমন অবস্থায় নাগরিকদের সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।