দিয়েগো জোটার প্রয়াণ; বিশ্ব ফুটবলে শোকের ছায়া

- আপডেট সময় : ০৩:০৫:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫
- / ৩৬১ বার পড়া হয়েছে

শেষ দুই মাসে দুই শিরোপা আর দুই সপ্তাহ আগে বিয়ে, সবকিছুকে স্মৃতি বানিয়ে লিভারপুলের পর্তুগিজ তারকা দিয়েগো জোটা চলে গেলেন পরপারে। তার অকাল প্রয়াণে ফুটবলে চলছে শোকের মাতম। ক্লাব লিভারপুল পুরোপুরি অবসরে পাঠিয়েছে জোটার স্মৃতিবিজড়িত ২০ নম্বর জার্সিকে।
অ্যানফিল্ডের বাইরে হাজার হাজার ফুল। সঙ্গে ভক্তদের কান্নাভেজা চোখ। সব আয়োজন দিয়েগো জোটার জন্য। ২০২০ সালে এসেছিলেন, ২০ নম্বর জার্সি বেছে নিয়েছেন। লিভারপুলের ২০তম ইংলিশ লিগ শিরোপার অংশ ছিলেন। কিন্তু লিভারপুল শহরের লাল অংশটায় জোটার দিন ফুরালো অতিদ্রুতই। স্পেনের জামোরায় অ্যা-৫২ সড়কে প্রাণ হারিয়েছেন এই পর্তুগিজ তারকা এবং তার ভাই আন্দ্রে সিলভা। তাদের মৃত্যুতে সবখানেই শোকের আবহ।
সবশেষ খবর অনুযায়ী, স্পেনের জামোরাতেই দুই ভাইয়ের ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে। তাতেই নিশ্চিত হয়েছে জোটা এবং আন্দ্রের পরিচয়। অধিকতর তদন্তের জন্য তাদের গাড়ির ধ্বংসাবশেষ এবং গাড়ির লাইসেন্স প্লেট সংগ্রহ করেছে স্থানীয় কর্তৃপক্ষ। সব আনুষ্ঠানিকতা শেষে জোটা এবং আন্দ্রের দেহাবশেষ নিয়ে যাওয়া হবে পর্তুগালে। সেখানেই হবে শেষকৃত্য।
এদিকে নিজ দলের তারকা খেলোয়াড় দিয়েগো জোটার স্মরণে শোকবই খুলেছে লিভারপুল। অ্যানফিল্ডে ক্লাবের পতাকা রাখা হয়েছে অর্ধনমিত। ক্লাবের সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। সেইসঙ্গে জোটার স্মৃতিবিজরিত ২০ নম্বর জার্সিকে আজীবনের জন্য অবসরে পাঠানোর ঘোষণাও দিয়ে রেখেছে অলরেডরা। গত এপ্রিলে ডার্বি ম্যাচে তার গোলেই ২০২৪-২৫ মৌসুমের শিরোপা নিশ্চিত করেছিল দলটি। ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুলের ২০তম শিরোপা এনে দেয়া সেই জার্সিকে সম্মাননা জানাতেই লিভারপুল কর্তৃপক্ষের এমন সিদ্ধান্ত।
এদিকে লিভারপুল তারকার মৃত্যুতে শোক বইছে ফুটবলের দুনিয়াতে। ফিফা সভাপতি জিওভান্নি ইনফান্তিনো এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকেও জানানো হয় শোকবার্তা। ক্লাব বিশ্বকাপে নিজ নিজ দলের অনুশীলনের আগে এক মিনিটের নীরবতা পালন করেছে রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ এবং চেলসি। নীরবতা পালন করা হয়েছে নারীদের ইউরো ম্যাচের আগেও।