পাবনায় ট্রাক ও বাসের সংঘর্ষে নিহত ৩

অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ০৪:০৯:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫
- / ৩৫৩ বার পড়া হয়েছে

পাবনার বনগ্রাম বাজারে পাশে পাবনা-ঢাকা মহাসড়কে ট্রাক ও বাসের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। আজ (শুক্রবার, ৪ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে বনগ্রাম বাজারের পূর্বপাশে বহলপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মাঝে দুইজনের পরিচয় জানা যায়। তারা হলেন পাবনার শান্তিপুর সোহানগরের মৃত হাশেম মোল্লার ছেলে আবেদ আলী (৩৮) ও আতাইকুলার কারিগর পাড়ার মৃত ইরাদ আলীর ছেলে মনছুর আলী (৪০)।
তবে অন্য একজনের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন মাধপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান।