ঢাকা ০৩:২২ পূর্বাহ্ন, শনিবার, ০৫ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

পিআর পদ্ধতির নির্বাচন বাংলাদেশের জনগণ মেনে নেবে না: দুলু

নাটোর প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:৩০:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫
  • / ৩৪৮ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ‘পিআর পদ্ধতির নির্বাচন বাংলাদেশের জনগণ কখনোই মেনে নেবে না। এ দেশের জনগণ তাদের পছন্দের প্রার্থীকে সরাসরি ভোট দিয়ে সংসদ সদস্য নির্বাচিত করতে চায়।’

শুক্রবার (৪ জুলাই) বিকেলে নাটোরের নলডাঙ্গা উপজেলার পিপরুল ইউনিয়নের শ্যামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, ‘বাংলাদেশের মানুষ উন্নয়ন দেখে, পছন্দের প্রার্থী দেখে ভোট দেয়। তারা ৭-৫ বা পিআর সিস্টেম বোঝে না। জনগণ ফেয়ার নির্বাচন চায় এবং এই নিরপেক্ষ ভোটের জন্য তারা দীর্ঘ ২০ বছর ধরে অপেক্ষা করছে।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— ২০০৮ ও ২০১৮ সালে ধানের শীষ মনোনীত প্রার্থী সাবিনা ইয়াসমিন ছবি, জেলা মহিলা দলের সভাপতি সুফিয়া হক, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, সাধারণ সম্পাদক আনিসুর রহমান আনিস, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন সোহাগ, কৃষক দলের আহ্বায়ক হাসান আলী, সদস্য সচিব আবু হেনা মোস্তফা কামাল এবং পিপরুল ইউনিয়ন কৃষকদলের সভাপতি শাজাহান আলীসহ স্থানীয় নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

পিআর পদ্ধতির নির্বাচন বাংলাদেশের জনগণ মেনে নেবে না: দুলু

আপডেট সময় : ১০:৩০:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫

বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ‘পিআর পদ্ধতির নির্বাচন বাংলাদেশের জনগণ কখনোই মেনে নেবে না। এ দেশের জনগণ তাদের পছন্দের প্রার্থীকে সরাসরি ভোট দিয়ে সংসদ সদস্য নির্বাচিত করতে চায়।’

শুক্রবার (৪ জুলাই) বিকেলে নাটোরের নলডাঙ্গা উপজেলার পিপরুল ইউনিয়নের শ্যামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, ‘বাংলাদেশের মানুষ উন্নয়ন দেখে, পছন্দের প্রার্থী দেখে ভোট দেয়। তারা ৭-৫ বা পিআর সিস্টেম বোঝে না। জনগণ ফেয়ার নির্বাচন চায় এবং এই নিরপেক্ষ ভোটের জন্য তারা দীর্ঘ ২০ বছর ধরে অপেক্ষা করছে।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— ২০০৮ ও ২০১৮ সালে ধানের শীষ মনোনীত প্রার্থী সাবিনা ইয়াসমিন ছবি, জেলা মহিলা দলের সভাপতি সুফিয়া হক, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, সাধারণ সম্পাদক আনিসুর রহমান আনিস, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন সোহাগ, কৃষক দলের আহ্বায়ক হাসান আলী, সদস্য সচিব আবু হেনা মোস্তফা কামাল এবং পিপরুল ইউনিয়ন কৃষকদলের সভাপতি শাজাহান আলীসহ স্থানীয় নেতৃবৃন্দ।