লাখে বিক্রি স্যান্ডেল, নকশা চুরির অভিযোগ

- আপডেট সময় : ১০:৩৫:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫
- / ৩৪৯ বার পড়া হয়েছে

মাত্র কয়েকশ’ রুপির হাতেবোনা চামড়ার স্যান্ডেল লাখ টাকায় বিক্রি করেছে প্রাডা। এমন খবরে ভারতজুড়ে সমালোচনার ঝড় ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ঐতিহ্যবাহী নকশা চুরির অভিযোগও ওঠে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। তীব্র সমালোচনার মুখে পরে বিবৃতি দিতে বাধ্য হয় প্রাডা।
সম্প্রতি ইতালির মিলানে হয়ে গেল জনপ্রিয় ফ্যাশন শো মিলান ফ্যাশন উইক। আয়োজনের শুরুটা স্বাভাবিক হলেও শেষটা মোটেও ভালো ছিল না ইতালির বিখ্যাত ফ্যাশন ব্র্যান্ড প্রাডার জন্য।
র্যাম্পে প্রাডার মডেলদের পায়ে দেখা যায় টি-স্ট্র্যাপ স্যান্ডেল। আর এখানেই বাঁধে বিপত্তি। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রাডার মডেলদের পায়ে পরিহিত স্যান্ডেল নিয়ে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়। কারণ, চামড়ার ডিজাইন করা এই স্যান্ডেল ভারতের মহারাষ্ট্রের কোলাপুর শহরের ঐতিহ্যবাহী কোলাপুরি স্যান্ডেলের অনুকরণে বলে দাবি ভারতীয়দের, যা এরইমধ্যে জিআই স্বীকৃতিপ্রাপ্ত।
অনেকেই বলছেন, ঐতিহ্যবাহী এই স্যান্ডেলের নকশা চুরি করেছে প্রাডা। আবার কেউ বলছেন, প্রাডাকে অবশ্যই ভারতের ঐতিহ্যবাহী এই নকশা অনুকরণের কথা স্বীকার করতে হবে।
ভারতের বিক্রেতা প্রসাদ কুড়াদে বলেন, ‘মহারাষ্ট্র ও কোলাপুরের কারিগররা হাজার হাজার বছর ধরে এই শিল্পের সাথে জড়িত। তারা এই স্বীকৃতির যোগ্য।’
ফ্যাশন শো তে প্রদর্শিত প্রাডার সেই স্যান্ডেলের বিক্রয় মূল্য ৮৪৪ ডলার, আর ভারতে কোলাপুরি স্যান্ডেল বিক্রি হয় মাত্র ১২ ডলারে। মূল্যের এই বিশাল ব্যবধান সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক ক্ষোভের জন্ম দিয়েছে।
ক্রেতাদের একজন বলেন, ‘আমাকে একটি ব্র্যান্ডের খুব দামী স্যান্ডেল দেয়া হলো কিন্তু একই স্যান্ডেল যদি আমি সাশ্রয়ী মূল্যে পাই, তাহলে অবশ্যই আমি কোলাপুরি স্যান্ডেলই কিনবো।’
এ ঘটনার পরই ভারতে বিক্রি বেড়েছে কোলাপুরি স্যান্ডেলের। ফলে বেচাকেনা বেশ জমে উঠেছে। তাই বিষয়টিকে বেশ ইতিবাচক হিসেবেই দেখছেন অনেকে।
আরেকজন বলেন, ‘এমন একটি ঘটনার পর বিক্রি শতভাগ বাড়বে, এটা প্রায় নিশ্চিত। কারণ বিখ্যাত একটি ব্র্যান্ড কোলাপুরি স্টাইল প্রচার করেছে।’
ক্রেতাদের আরেকজন বলেন, ‘এটি আমাদের পণ্য। আমরা যদি তাদের ১ লাখ, দেড় লাখ বা ১০ লাখ টাকার কোনো পণ্য কিনি তখন অবশ্যই এর স্থানীয় কারিগরদের লাভবান হওয়া উচিত। কারণ তারা কঠোর পরিশ্রম করে হস্তনির্মিত এই শিল্পগুলোকে টিকিয়ে রেখেছেন।’
বিতর্ক সৃষ্টির পর অভিযোগ স্বীকার করে একটি বিবৃতি দিয়েছে প্রাডা। তারা জানায়, ভারতের মহারাষ্ট্র ও কর্ণাটকের কিছু জেলার ঐতিহ্যবাহী জুতার নকশার অনুকরণে তৈরি স্যান্ডেলগুলো, মিলানে মেনস ২০২৬ স্প্রিং-সামার ফ্যাশন শো তে প্রদর্শিত হয়েছে। শুধু তাই নয়, স্থানীয় কারিগরদের সাথে একটি বৈঠকের প্রস্তুতিও চলছে।
প্রাডা আরো জানায়, এই জুতাটির এখন পর্যন্ত বাণিজ্যিকীকরণের কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি। যদি বাণিজ্যিকীকরণ হয়, তাহলে স্থানীয় কারিগরদের সহযোগিতায় ভারতে কোলাপুরি স্যান্ডেল তৈরির পরিকল্পনা রয়েছে প্রাডার।
১ হাজার ২০০ শতাব্দীতে কোলাপুরি স্যান্ডেলের উৎপত্তি। ২০১৯ সালে চামড়ার তৈরি, হাতে বানানো এই স্যান্ডেল জিআই স্বীকৃতি লাভ করে। টেকসই ও আরামদায়ক হওয়ায় ভারতে এর গ্রহণযোগ্যতা অনেক।