সংবিধান একেবারে ছুঁড়ে ফেলা কোনো সমাধান নয়: রিজভী

- আপডেট সময় : ০৫:৪১:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫
- / ৩৫২ বার পড়া হয়েছে

সংবিধান একেবারে ছুঁড়ে ফেলা কোনো সমাধান নয় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ (শুক্রবার, ৪ জুলাই) বিকেলে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। তিনি বলেন, ‘সংবিধানে সংযোজন, বিয়োজন হবে তবে একেবারে ছুঁড়ে ফেলা কোনো সমাধান নয়।’
রুহুল কবির রিজভী বলেন, ‘দলের নাম ভাঙ্গিয়ে কেউ অপকর্মের সাথে যুক্ত হলে তাকে ছাড় দেয়া হবে না।’ তিনি বলেন, ‘দুর্বৃত্তায়নের বিরুদ্ধে বিএনপি জিরো টলারেন্স নীতিতে চলবে।’
সম্প্রতি বনানীর এক হোটেলে হামলায় জড়িত থাকায় যুবদল নেতা মনিরকে বহিষ্কারের বিষয় উল্লেখ করে বলেন, ‘নানা অভিযোগে ৪-৫ হাজার নেতাকর্মীর বিরুদ্ধে ইতোমধ্যে ব্যবস্থা নেয়া হয়েছে।’
এই সিদ্ধান্তগুলো ‘জিরো টলারেন্স’ নীতির আলোকে গ্রহণ করা হয়েছে। বিশেষ করে বনানীতে যুবদলের এক নেতার নারীদের ওপর হামলার ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিকে ঘটনার পরপরই বহিষ্কার করা হয়েছে।’
রিজভী বলেন, ‘বিএনপি কখনও মাফিয়াতন্ত্র কিংবা সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেয়নি। দলের গঠনমূলক সংস্কার ও শৃঙ্খলা বজায় রাখতে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে, এতে কোনো রকম আপস নেই।’
রিজভী আরও বলেন, ‘যারা গণতন্ত্রের নামে স্বৈরাচারী দৃষ্টিভঙ্গি চাপিয়ে দিতে চায়, তাদের উদ্দেশ্য জনগণ বুঝে ফেলেছে। প্রয়োজনীয় সংস্কার করে একটি সুষ্ঠু নির্বাচন দিন, তাহলেই বোঝা যাবে–জনগণ কার পক্ষে রয়েছে।’