উইম্বলডনের তৃতীয় রাউন্ডে উঠেছেন জেইনেপ সোনমেজ

স্পোর্টস ডেস্ক
- আপডেট সময় : ০২:৩৫:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫
- / ৩৬৪ বার পড়া হয়েছে

প্রথম তুর্কি টেনিস খেলোয়াড় হিসেবে উইম্বলডনের তৃতীয় রাউন্ডে উঠেছেন জেইনেপ সোনমেজ। লন্ডনে শিনিউ ওয়াংকে স্ট্রেট সেটে ৭-৫, ৭-৫ গেমে হারিয়ে ইতিহাস গড়েন সোনমেজ।
১৯৫০ সালে ফরাসি ওপেনের তৃতীয় রাউন্ডে পৌঁছানোর পর ৭৫ বছরের মধ্যে প্রথম তুর্কি খেলোয়াড় হিসেবে কোনো গ্র্যান্ড স্ল্যামে একক ইভেন্টে তৃতীয় রাউন্ডে পৌঁছান তিনি।
বিশ্বের ৬৯তম খেলোয়াড় নেদারল্যান্ডসের সুজান লামেন্স ও বিশ্বের ১৭ নম্বর খেলোয়াড় রাশিয়ার একাতেরিনা আলেকজান্দ্রোভার মধ্যকার ম্যাচের বিজয়ীর মুখোমুখি হবেন ২৩ বছর বয়সী এই তারকা।
অস্ট্রেলিয়ান ওপেন, ফ্রেঞ্চ ওপেন (রোলাঁ গারো) এবং ইউএস ওপেনের পাশাপাশি চারটি গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্টের একটি উইম্বলডন ৩০ জুন থেকে ১৩ জুলাই পর্যন্ত খেলা হবে।
মেয়েদের সিঙ্গলসের ম্যাচ হবে ১২ জুলাই। পুরুষদের শিরোপা নির্ধারিত হবে ১৩ জুলাই।