গাজায় ত্রাণ বিতরণ যেন ইসরাইলের পাতানো ফাঁদ

- আপডেট সময় : ১১:০৯:২০ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫
- / ৩৫৫ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্র-ইসরাইল সমর্থিত সংস্থা গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন বা জি.এইচ.এফ পরিচালিত বিভিন্ন ত্রাণ বিতরণ কেন্দ্রে সহায়তা নিতে যেয়ে গত ২৭ জুন পর্যন্ত একমাসে প্রাণ গেছে ৬শ’র বেশি ক্ষুধার্ত ফিলিস্তিনির। এরপরের দিনগুলোতে হিসেব করলে সেই সংখ্যা আরো বেশি হবে বলে জানিয়েছে জাতিসংঘ। এ অবস্থায় ইসরাইলের সঙ্গে সব ধরণের বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন ফিলিস্তিনি ভূ-খণ্ড বিষয়ক জাতিসংঘের এক বিশেষজ্ঞ। জি.এইচ.এফ কে মৃত্যুফাঁদ হিসেবেও আখ্যা দিয়েছেন তিনি।
ধ্বংসস্তূপ গাজায় কিছুতেই থামছে না ইসরাইল। খাবারের আশায় লাইনে থাকা ক্ষুধার্ত ফিলিস্তিনিদের ওপরও চালাচ্ছে গুলি। ২৭ মে থেকে প্রতিদিনই নজিরবিহীন এ তাণ্ডবলীলা চালিয়ে যাচ্ছে নেতানিয়াহু বাহিনী। এতে দীর্ঘ হচ্ছে হতাহতের শিকার হওয়া ক্ষুধার্ত মানুষের সংখ্যা।
জাতিসংঘের মানবাধিকার দপ্তরের তথ্য বলছে, ২৭ মে থেকে ২৭ জুন পর্যন্ত যুক্তরাষ্ট্র-ইসরাইল সমর্থিত সংস্থা জি.এইচ.এফ পরিচালিত বিভিন্ন ত্রাণ বিতরণ কেন্দ্রে সহায়তা নিতে গিয়ে প্রাণ গেছে ৬শ’র বেশি ক্ষুধার্ত ফিলিস্তিনির। এখন পর্যন্ত হিসেব করলে সেই সংখ্যা আরও বেশি হবে বলেও জানিয়েছে সংস্থাটি।
জাতিসংঘের মানবাধিকার দপ্তরের মুখপাত্র রাভিনা শামদাসান বলেন, ‘এটা স্পষ্ট যে, ইসরাইলি সেনাবাহিনী সাহায্য বিতরণ কেন্দ্রে পৌঁছানোর চেষ্টা করা ফিলিস্তিনিদের উপর গোলাবর্ষণ এবং গুলি চালিয়েছে। আমাদের একটি স্বাধীন তদন্ত প্রয়োজন। এবং এই হত্যাকাণ্ডের জন্য আমাদের জবাবদিহিতা প্রয়োজন।’
এ অবস্থায় বিতর্কিত এই সংস্থাটির ত্রাণ বিতরণ কার্যক্রম বন্ধের দাবি তুলেছে ১৩০টিরও বেশি সাহায্য সংস্থা ও এনজিও। এমনকি ইসরাইলের অর্থনীতিকে গণহত্যার অর্থনীতি আখ্যা দিয়ে তেল আবিবের সাথে সব ধরণের বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার জন্য বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের এক বিশেষজ্ঞ।
জাতিসংঘের ফিলিস্তিনি ভূখণ্ড বিষয়ক বিশেষজ্ঞ ফ্রানচেসকা আলবানিজ বলেন, ‘সদস্য রাষ্ট্রগুলোকে অবশ্যই ইসরাইলের উপর পূর্ণ অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করতে হবে। সেই সঙ্গে সমস্ত বাণিজ্য চুক্তি এবং বিনিয়োগ সম্পর্ক স্থগিত করতে হবে। জবাবদিহিতাও কার্যকর করতে হবে, যাতে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের পরিণতির সম্মুখীন নিশ্চিত হয়।’
আধুনিক ইতিহাসের গাজায় সবচেয়ে নিষ্ঠুর গণহত্যার জন্য ইসরাইলকে দায়ী করা ছাড়াও জি.এইচ.এফ কে মৃত্যু ফাঁদ হিসেবে আখ্যা দিয়েছেন তিনি।
ফ্রানচেসকা আলবানিজ বলেন, ‘গাজায় মানুষ কল্পনাতীত দুর্ভোগ সহ্য করছে। সরকারি পরিসংখ্যানে বলা হয়েছে যে, ২ লাখেরও বেশি মানুষ নিহত বা আহত হয়েছেন। শীর্ষস্থানীয় স্বাস্থ্য বিশেষজ্ঞরা অনুমান করছেন যে প্রকৃত নিহতের সংখ্যা অনেক বেশি। তথাকথিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন একটি মৃত্যু ফাঁদ ছাড়া আর কিছুই নয়।’
এর আগে, গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের ওপর গণহত্যা চালাতে ক্ষুধাকে একটি অস্ত্র হিসেবে ব্যবহার করছে ইসরাইল— এমন গুরুতর অভিযোগ তুলেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।