আমরা রাজনীতি করতে চাই দেশের স্বার্থে: আখতার হোসেন

- আপডেট সময় : ০৩:৩৬:৫০ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫
- / ৩৫৬ বার পড়া হয়েছে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, এমন একটা রাজনীতি প্রতিষ্ঠিত করতে চাই যেখানে সন্ত্রাসের রাজনীতি, অর্থের প্রভাবের রাজনীতি থাকবে না। সেই রাজনীতিকে আমরা প্রশ্রয় দিতে চাই না। আমরা রাজনীতি করতে চাই জনমানুষের স্বার্থে। রাজনীতি করতে চাই দেশের স্বার্থে। দেশের স্বার্থ এবং জনমানুষের স্বার্থ নিয়ে যারা রাজনীতি করেছেন তারা কখনো বিভক্ত হয়ে পড়ে না।
রোববার (৬ জুলাই) বেলা ১১টার দিকে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’র ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে নওগাঁর একটি রেস্ট হাউস থেকে চাঁপাইনবাবগঞ্জে যাওয়ার সময় সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
আখতার হোসেন বলেন, নওগাঁয় এসে দেখলাম- নওগাঁ শহরের ভেতরে যে রাস্তাগুলো আছে সেগুলোর অবস্থা খুবই খারাপ। এখানকার অবকাঠামগত উন্নয়ন জরুরি। বেকারত্ব দূরীকরণে এবং জীবন মান উন্নয়নে যেসব পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন সেই ব্যাপারগুলো নিয়ে আমরা স্থানীয়দের সঙ্গে কথা বলেছি। নওগাঁ এনসিপির ঘাঁটি হিসেবে গড়ে উঠবে বলে আশা করি।
আরও পড়ুন: চট্টগ্রামে দুর্বৃত্তের গুলিতে যুবদল নেতা নিহত
এদিন চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে রওনা হন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সার্জিস আলম, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, যুগ্ম সদস্য সচিব মনিরা শারমিন প্রমুখ।