বৃষ্টি উপেক্ষা করে পবিত্র আশুরা উপলক্ষে যশোরে তাজিয়া মিছিল অনুষ্ঠিত হয়েছে। দানবীর হাজী মো. মহসিন ইমামবাড়ি কার্যকরি পরিষদের সভাপতি সিরাজুল ইসলামের নেতৃত্বে আজ (রোববার, ৬ জুলাই) বেলা ১১টায় যশোর ঈদগাহ থেকে তাজিয়া মিছিল বের হয়।
মিছিলটি আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তার মধ্যে শহরের মুজিব সড়ক, দড়াটানা মোড়, চৌরাস্তা, আরএন রোড হয়ে শহরতলীর মুড়লীমোড় ইমামবাড়ায় গিয়ে শেষ হয়।
মিছিলে হায় হাসান, হায় হোসেন বলে শোক প্রকাশ করেন। মিছিলে শিয়া সম্প্রদায়ের তিন শতাধিক অনুসারীরা অংশগ্রহণ করেন। এ সময় মুষলধারে বৃষ্টি হয়। বৃষ্টির মাঝে ভিজেই তারা মিছিলে অংশগ্রহণ করেন।