ঢাকা ০১:০৫ পূর্বাহ্ন, সোমবার, ০৭ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

সুষ্ঠু নির্বাচন ইসি ও রাজনৈতিক দলগুলোর ওপরও নির্ভর করে: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৩:৫৩:৪৬ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫
  • / ৩৫৪ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুতি নেয়া শুরু করেছে।’ তিনি বলেন, ‘নির্বাচনে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে প্রশাসন, ইসি, রাজনৈতিক দলেরও দায়িত্ব আছে।’ আজ (রোববার, ৬ জুলাই) দুপুরে উত্তরা পূর্ব থানা পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।

দুপুরে রাজধানীর উত্তরা পূর্ব থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি। উত্তরা পূর্ব থানা পরিদর্শনের সময় তিনি থানার পুলিশ সদস্যদের খোঁজ-খবর নেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘দেশে মবের ঘটনা কমে আসলেও সম্প্রতি কয়েকটি ঘটনা ঘটেছে। আর এসব ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিচ্ছে সরকার।’

তিনি বলেন, ‘মবের ঘটনায় জড়িতদের কোনোভাবেই ছাড় দেয়া হবে না। অপরাধী যতই শক্তিশালী হোক না কেন, তাকে খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে। রংপুরের একটি ঘটনায় এরই মধ্যে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যায় করার পর ওই ব্যক্তি পালিয়ে যায়। এ জন্য তাকে খুঁজে বের করতে সময় লাগলেও আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।’

আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন করেন সাংবাদিকরা।

জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘নির্বাচনের পরিবেশ তৈরি শুধু আইনশৃঙ্খলা বাহিনীর কাজ নয়। নির্বাচন কমিশন, প্রশাসন, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা এবং নির্বাচনে অংশগ্রহণকারী দলগুলোকেও প্রস্তুত থাকতে হয়। আমরা প্রস্তুতি নেয়া শুরু করেছি। আশা করছি, নির্বাচনের সময় আমরা সকল প্রস্তুতি সম্পন্ন করতে পারবো।’

এর আগে, সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রপ্তানি কার্গো ভিলেজ পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সেখানে তিনি দাবি করেন, বাংলাদেশে এই মুহুর্তে কোনো জঙ্গিবাদ নেই। মালয়েশিয়া থেকে জঙ্গি সম্পৃক্ততায় কেউ দেশে ফেরত আসেননি।

তিনজনের ভিসার মেয়াদ উত্তীর্ণ হওয়ায় তাদেরকে দেশে ফেরত পাঠিয়েছে সে দেশের সরকার, এমনটাই জানান জাহাঙ্গীর আলম চৌধুরী।

নিউজটি শেয়ার করুন

সুষ্ঠু নির্বাচন ইসি ও রাজনৈতিক দলগুলোর ওপরও নির্ভর করে: স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় : ০৩:৫৩:৪৬ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫

স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুতি নেয়া শুরু করেছে।’ তিনি বলেন, ‘নির্বাচনে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে প্রশাসন, ইসি, রাজনৈতিক দলেরও দায়িত্ব আছে।’ আজ (রোববার, ৬ জুলাই) দুপুরে উত্তরা পূর্ব থানা পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।

দুপুরে রাজধানীর উত্তরা পূর্ব থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি। উত্তরা পূর্ব থানা পরিদর্শনের সময় তিনি থানার পুলিশ সদস্যদের খোঁজ-খবর নেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘দেশে মবের ঘটনা কমে আসলেও সম্প্রতি কয়েকটি ঘটনা ঘটেছে। আর এসব ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিচ্ছে সরকার।’

তিনি বলেন, ‘মবের ঘটনায় জড়িতদের কোনোভাবেই ছাড় দেয়া হবে না। অপরাধী যতই শক্তিশালী হোক না কেন, তাকে খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে। রংপুরের একটি ঘটনায় এরই মধ্যে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যায় করার পর ওই ব্যক্তি পালিয়ে যায়। এ জন্য তাকে খুঁজে বের করতে সময় লাগলেও আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।’

আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন করেন সাংবাদিকরা।

জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘নির্বাচনের পরিবেশ তৈরি শুধু আইনশৃঙ্খলা বাহিনীর কাজ নয়। নির্বাচন কমিশন, প্রশাসন, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা এবং নির্বাচনে অংশগ্রহণকারী দলগুলোকেও প্রস্তুত থাকতে হয়। আমরা প্রস্তুতি নেয়া শুরু করেছি। আশা করছি, নির্বাচনের সময় আমরা সকল প্রস্তুতি সম্পন্ন করতে পারবো।’

এর আগে, সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রপ্তানি কার্গো ভিলেজ পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সেখানে তিনি দাবি করেন, বাংলাদেশে এই মুহুর্তে কোনো জঙ্গিবাদ নেই। মালয়েশিয়া থেকে জঙ্গি সম্পৃক্ততায় কেউ দেশে ফেরত আসেননি।

তিনজনের ভিসার মেয়াদ উত্তীর্ণ হওয়ায় তাদেরকে দেশে ফেরত পাঠিয়েছে সে দেশের সরকার, এমনটাই জানান জাহাঙ্গীর আলম চৌধুরী।