জনপ্রিয় সংগীতশিল্পী দিলশাদ নাহার কণা নাটক ও সিনেমার গানের পাশাপাশি একক গান এবং স্টেজ শো নিয়ে ব্যস্ততা কাটে বেশি সময়। কিছুদিন আগেই সংসার ভাঙার খবরে আলোচনায় আসেন তিনি। তবে সেসবে গুরুত্ব না দিয়ে গানেই মনোযোগী এ শিল্পী।
সম্প্রতি গঠন করলেন নিজের গানের দল। ছয় সদস্যের এ দলের নাম ‘কে লিংক’। দল নিয়ে প্রথম শো করলেন বিদেশে। কিছুদিন আগেই কণা দল নিয়ে উড়াল দিলেন সিঙ্গাপুরে। জানা গেছে, ইতোমধ্যেই কনসার্টে অংশ নিয়েছে দলটি।
এ বিষয়ে কণা বলেন, স্টেজ শোয়ের ক্ষেত্রে নিজস্ব একটি দল থাকলে, বোঝাপড়াটা ভালো হয়। এই ভাবনা থেকে দলটি গড়েছি। এখন থেকে নিয়মিত দল নিয়েই শো করব।
কণা আরও বলেন, দল নিয়ে মৌলিক গান করার ইচ্ছা রয়েছে তার। সিঙ্গাপুর থেকে ফিরেই সেসব গান নিয়েই তারা কাজ করবে।