জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ বলেছেন, কিছু রাজনৈতিক দল নির্বাচন পেছানোর চক্রান্ত করছে। এ কারণে তারা বিচারও চায় না, সংস্কারও চায় না। তারা দ্রুত নির্বাচন চাইলে, বিচার ও সংস্কার চাইতো।
আজ (মঙ্গলবার, ৮ জুলাই) বিকেলে মেহেরপুরে এনসিপির ‘জুলাই পদযাত্রায়’ এসব কথা বলেন তিনি।
এসময় হাসনাত আবদুল্লাহ আরও বলেন, ‘এনসিপি বাংলাদেশপন্থি দল। দিল্লিপন্থি নয়, বসুন্ধরাপন্থি নয়। আমরা আমেরিকা বা ব্যবসায়ীপন্থি নই। আমরা জনগণপন্থি।’
হাসনাত আবদুল্লাহ বলেন, ‘যে যত জনপ্রিয়, যে যত জনগণের কাছে যাচ্ছেন, যে জনগণের ভাষা বোঝেন, জনগণের সমস্যা বোঝেন; আমরা তাঁকেই নেতা নির্বাচন করব। আমাদের দেশে নেতা তৈরি হয় নির্বাচনের আগে। ঢাকা থেকে বস্তায় বস্তায় টাকা নিয়ে এলাকায় প্রবেশ করেন, তারা নির্বাচনের আগের রাতে পুলিশ ও এজেন্ট কিনে নেন। এলাকার ওসিকে কিনে নেন। এসপিকে কিনে নেন।’
তিনি বলেন, ‘যে নেতা টাকা নিয়ে আসবেন, মনে রাখবেন সেই নেতা একদিন আপনাকে টাকা দেবেন আর পাঁচ বছর আপনাদের গোলামি করাবেন। নির্বাচনের আগে যেই নেতা আপনাদের টাকা দেবে, সেই নেতা পরে আপনাদের মালিক হয়ে যাবে।’
হাসনাত বলেন, ‘আমাদের রাজনীতি কোনো ব্যবসায়ীর কাছে বর্গা দিইনি। আমরা জনগণ থেকে অর্থ সংগ্রহ করব। আপনাদের কাছ থেকে ১০ টাকা, ২০ টাকা, ১০০ টাকা অর্থ সংগ্রহ করে আমরা জনগণের জন্য রাজনীতি করব।’
এর আগে, সকালে কুষ্টিয়ায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ‘ভারতীয় আগ্রাসনবিরোধী মত ও বাংলাদেশপন্থি মত ধারণ করেই জুলাই অভ্যুত্থান হয়েছে। এ চেতনা ধারণ করেই জাতীয় নাগরিক পার্টি রাজনীতি করছে।’
বিগত ১৬ বছরে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে প্রাণ দেয়া সবার স্মৃতিচারণ করেন এনসিপির আহ্বায়ক বলেন, ‘তাদের আত্মত্যাগের স্বীকৃতির জন্য এনসিপি বাংলাদেশপন্থি রাজনীতির সূচনা করতে চায়।’