সম্প্রতি সঞ্জয় দত্ত তাঁর বাবা সুনীল দত্ত এবং কিশোর কুমারের বন্ধুত্ব নিয়ে অজানা তথ্য প্রকাশ্যে এনেছেন। কী জানিয়েছেন হাউজফুল ৫ খ্যাত অভিনেতা?
সম্প্রতি সঞ্জয় দত্তের একটি পুরোনো ভিডিয়ো ভাইরাল হয়েছে, সেখানে দেখা যাচ্ছে জনপ্রিয় রিয়েলিটি শো ইন্ডিয়ান আইডলে যখন তিনি অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তখন তিনি স্মৃতির পাতা হাতড়ে তাঁর বাবা সুনীল দত্ত এবং কিংবদন্তি অভিনেতা গায়ক কিশোর কুমারের বন্ধুত্বের বিষয়ে কথা বলেন। জানান পারোসন ছবির সময় কীভাবে তাঁদের বন্ধুত্ব জমে।
এই ভিডিয়োতে তাঁকে বলতে শোনা যায়, 'ওঁদের বন্ধুত্ব এতটাই গভীর ছিল যে ওরা একে অন্যকে গুরু আর ভোলা বলে ডাকত। ওঁরা একসঙ্গে গান শিখত। খুব সহজাত ভাবেই হয় ওদের বন্ধুত্বটা। ওঁরা একসঙ্গে সেটে আসতেন, সবাই সিন নিয়ে কথা বলত। সেটে অনেক নতুন কিছু সংযোজন করা হতো। সহজ ভাষায় বললে সেটে রীতিমত পাগলামো চলত।'
সঞ্জয় দত্ত আরও জানান, 'দাদা আসতেন, সিন পড়তেন তারপর বাবাকে বলতেন আজ প্যাক আপ। সেটা শুনে বাবা অবাক হয়ে বলতো প্যাক আপ! কী বলছো? প্যাক আপের পর কিশোর কুমার বেরিয়ে যেতেন, বলতেন কাল সকালে আবার দেখা হবে। এরপর তিনি রাতে গান রেকর্ড করতেন। তারপর পরদিন সকালে এসে বলতেন এগুলো ডায়লগ হিসেবে যাবে না, গান হিসেবে থাকবে।'
প্রসঙ্গত সঞ্জয় দত্ত দুই জনপ্রিয় অভিনেতা সুনীল দত্ত এবং নার্গিসের সন্তান। কিছুদিন আগে মায়ের জন্মবার্ষিকীতে একটি আবেগঘন পোস্ট করেন অভিনেতা। তাঁকে শেষবার দর্শকরা হাউজফুল ৫ ছবিতে দেখেছেন। কমেডি ঘরানার এই ফ্র্যাঞ্চাইজির পঞ্চম কিস্তি হল এই ছবি। এখানে তাঁর সঙ্গে অক্ষয় কুমার, রীতেশ দেশমুখ, প্রমুখ আছেন।