বিএনপির নাম ভাঙিয়ে যারা দখল, চাঁদাবাজি ও বিশৃঙ্খলা তৈরি করছে তাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যবস্থা না নেয়া উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। আজ (মঙ্গলবার, ৮ জুলাই) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, ‘বিএনপির নাম ভাঙিয়ে যারা দখল, চাঁদাবাজি ও বিশৃঙ্খলা তৈরি করছে তাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যবস্থা না নেয়া উদ্দেশ্যপ্রণোদিত। আইনশৃঙ্খলা বাহিনীকে বারবার আহ্বান জানানো সত্ত্বেও তারা নির্বিকার।’
পুলিশ পোশাক পরে আগের মতই রাজনৈতিক বক্তব্য দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। তার মতে, প্রশাসনিক স্থবিরতার কারণেই মব কালচার বাড়ছে।
এছাড়া তিনি অভিযোগ করেন, ফেসবুকে পরিকল্পিতভাবে বিএনপির নামে অপপ্রচার চালানো হচ্ছে। এসময়, নির্বাচন পেছাতে শেখ হাসিনার মতোই সরকার নানা বয়ান দিচ্ছে বলেও মন্তব্য করেন রিজভী।