‘বিগত ৩ নির্বাচনে বিতর্কিত সব বিদেশি পর্যবেক্ষকদের বাদ দেয়া হবে’

অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ০৩:৫০:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
- / ৩৫৪ বার পড়া হয়েছে

বিগত তিন নির্বাচনে বিতর্কিত সব বিদেশি নির্বাচনী পর্যবেক্ষকদের বাদ দেয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। আজ (মঙ্গলবার, ৮ জুলাই) নির্বাচন ভবনে বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান তিনি।
এ এম এম নাসির উদ্দিন বলেন, ‘আগামীর সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষতা ঠিক রাখতে এ সিদ্ধান্ত নেয়া হচ্ছে।’
নির্বাচনী প্রচারণায় এআই প্রযুক্তি ব্যবহারে সচেতনাসহ এর অপব্যবহার ঠেকাতে কানাডা ইসিকে সহযোগিতা করবে বলেও জানান তিনি।
সিইসি জানান, বৈঠকে ভোটের সময়সীমা নিয়ে আলাপ না হলেও সময়মতো কমিশন তা জানাবে।
এর আগে জুনের শেষে বিএনপি এবং জামায়াতের সঙ্গে সাক্ষাৎ করে কানাডিয়ান হাইকমিশনের প্রতিনিধিদল।