ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে বিবিসির প্রতিবেদন গ্রহণযোগ্য: প্রসিকিউটর

অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ০২:৫৩:১৮ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫
- / ৩৫৯ বার পড়া হয়েছে

শেখ হাসিনার গুলির নির্দেশসংক্রান্ত বিবিসি আইয়ের অনুসন্ধানী প্রতিবেদন সাক্ষ্য হিসেবে নেয়ার সুযোগ আছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এইচ তামিম। সেজন্য প্রতিবেদনটি প্রমাণ হিসেবে ট্রাইব্যুনালে দাখিল করা হবে বলেও জানিয়েছেন তিনি।
আজ (বুধবার, ৯ জুলাই) সকালে নিজ কার্যালয়ে তিনি এ কথা বলেন।
গাজী এম এইচ তামিম বলেন, ‘শেখ হাসিনা কর্তৃক গুলির নির্দেশ সংক্রান্ত বিবিসি আইয়ের অনুসন্ধানী প্রতিবেদন ট্রাইব্যুনালে সাক্ষ্য হিসেবে নেয়ার সুযোগ আছে। আমরা সেটা ট্রাইব্যুনালে দাখিল করবো। শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ প্রমাণে জোরালো ভূমিকা রাখবে এই প্রতিবেদন।’