আরও ১০৫ ফিলিস্তিনিকে হত্যা করলো ইসরায়েল

- আপডেট সময় : ০৬:৪৭:২৯ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫
- / ৩৪৭ বার পড়া হয়েছে

ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় গাজার বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় কমপক্ষে ১০৫ ফিলিস্তিনি নিহত এবং আরও অন্তত ৫৩০ জন আহত হয়েছেন। গাজা ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।
এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, নিহতদের মধ্যে অন্তত সাতজন ত্রাণপ্রার্থী ছিলেন। ত্রাণ সংগ্রহের সময় তাদেরকে ইসরায়েলি বাহিনী আঘাত হানে। ওই ঘটনায় আহত হয়েছেন আরও ৫৭ জনের বেশি।
২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত মোট ৫৭ হাজার ৬৮০ জন ফিলিস্তিনি নিহত এবং এক লাখ ৩৭ হাজার ৪০৯ জন আহত হয়েছেন। বিশেষভাবে উদ্বেগজনক হচ্ছে গত ২৭ মে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমর্থনে চালু হওয়া তথাকথিত ‘মানবিক সহায়তা সরবরাহ’ পর থেকে এখন পর্যন্ত ৭৭৩ জন ত্রাণপ্রার্থী নিহত হয়েছেন। পাশাপাশি পাঁচ হাজার ১০১ জনেরও বেশি আহত হয়েছেন, যারা সাহায্যের জন্য অপেক্ষা করছিলেন।
এই তথাকথিত ত্রাণ ব্যবস্থাকে শুরু থেকেই ‘বিপজ্জনক প্রহসন’ বলে অভিহিত করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো। ত্রাণ সংগ্রহের সময় ইসরায়েলের এসব হামলার পর সাধারণ নাগরিকদের মধ্যে চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতা সৃষ্টি হয়েছে।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানিয়ে বলেছে, “ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে তাৎক্ষণিক তদন্ত শুরু করা হোক এবং অবিলম্বে যুদ্ধবিরতির ব্যবস্থা নেয়া হোক।” সূত্র : আল জাজিরা