গাজায় যুদ্ধবিরতি নিয়ে দ্বিতীয়বার বৈঠক করেছেন ট্রাম্প-নেতানিয়াহু

- আপডেট সময় : ০২:০০:১২ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫
- / ৩৫০ বার পড়া হয়েছে

গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর প্রচেষ্টা অব্যাহত থাকায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে দ্বিতীয়বারের মতো বৈঠক করেছেন।
জানুয়ারিতে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ শুরু হওয়ার পর নেতানিয়াহুর তৃতীয় যুক্তরাষ্ট্র সফরের সময় সোমবার হোয়াইট হাউসে দীর্ঘ নৈশভোজের বৈঠকের পর ওভাল অফিসে এক ঘণ্টারও বেশি সময় ধরে আলোচনা চলে।
বৈঠকের পর নেতানিয়াহুর অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে এক সংক্ষিপ্ত বিবৃতি দিয়ে বলা হয়, প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে ‘দ্বিতীয় বৈঠক শেষ করেছেন’।
ট্রাম্প-নেতানিয়াহু বৈঠকের আগে কাতারের একটি প্রতিনিধি দল হোয়াইট হাউসে পৌঁছায় এবং জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে কয়েক ঘণ্টা আলোচনা করে বলে আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে অ্যাক্সিওস।
হোয়াইট হাউসের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো বিবৃতি পাওয়া যায়নি।
এর আগে মঙ্গলবার নেতানিয়াহু ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যানসের সাথে সাক্ষাত করেন এবং ক্যাপিটল হিল পরিদর্শন করেন, হাউস স্পিকার মাইক জনসনের সাথে বৈঠকের পরে সাংবাদিকদের বলেন যে জিম্মিদের মুক্তি এবং হামাসের সামরিক ও শাসন ক্ষমতা ধ্বংস করাসহ গাজায় ইসরায়েলকে এখনও “কাজ শেষ করতে হবে”।
তিনি বলেন, সফরের পরে তিনি ট্রাম্পের সঙ্গে আরও বিষয় নিয়ে আলোচনা করতে পারেন।
মধ্যপ্রাচ্য বিষয়ক মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ মঙ্গলবার বলেছেন, আলোচনার অগ্রগতির পর গাজা উপত্যকায় ৬০ দিনের যুদ্ধবিরতি সপ্তাহের শেষ নাগাদ সম্মত হবে বলে তিনি ‘আশাবাদী’।
ট্রাম্পের সঙ্গে এক বৈঠকে উইটকফ বলেন, ‘আমাদের চারটি ইস্যু ছিল এবং দুই দিনের নৈকট্য আলোচনার পর এখন আমরা একটিতে নেমে এসেছি।