ঢাকা ১২:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে চালু হচ্ছে অনলাইন পোর্টাল

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৬:২৬:৩৩ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫
  • / ৩৫৪ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আসন্ন জাতীয় নির্বাচনে প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে সাক্ষাৎ করেছে বৈশ্বিক সিভিল সোসাইটিভিত্তিক সংগঠন অপজিশন ইন্টারন্যাশনাল।

বুধবার (০৯ জুলাই) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে নতুন বাংলাদেশ গঠনে প্রবাসীদের অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরে সংগঠনটি। প্রতিনিধি দলে ছিলেন- ড. ওয়েন লিপার্ট, ফরেস্ট কুকসন, ড. হাসান আলী, শহিদুল আলম ও এমদাদুল হক।

অপজিশন ইন্টারন্যাশনালের প্রতিনিধি দলের সদস্য বিশিষ্ট আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম সাংবাদিকদের জানান, সংগঠনটি প্রবাসীদের ভোটাধিকার নিয়ে প্রধান উপদেষ্টার দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে কাজ করছে।

তিনি বলেন, আমাদের লক্ষ্য এখন ‘মেগাফোন’ তৈরি করা। অর্থাৎ, প্রবাসী ভোটারদের কাছে সঠিক বার্তাগুলো পৌঁছে দেয়া যাতে তারা নির্বাচনের সঙ্গে সংযুক্ত হতে পারেন।

তিনি আরও জানান, প্রবাসীদের ভোটাধিকারে নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটি অনলাইন পোর্টাল চালু করা হচ্ছে। তবে এই পোর্টাল ব্যবহারে যেসব প্রযুক্তিগত বা প্রক্রিয়াগত জটিলতা রয়েছে, সেগুলোর সমাধানে এবং প্রবাসী ভোটারদের সচেতনতা বাড়াতে অপজিশন ইন্টারন্যাশনাল কাজ করে যাবে।

নিউজটি শেয়ার করুন

প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে চালু হচ্ছে অনলাইন পোর্টাল

আপডেট সময় : ০৬:২৬:৩৩ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫

আসন্ন জাতীয় নির্বাচনে প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে সাক্ষাৎ করেছে বৈশ্বিক সিভিল সোসাইটিভিত্তিক সংগঠন অপজিশন ইন্টারন্যাশনাল।

বুধবার (০৯ জুলাই) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে নতুন বাংলাদেশ গঠনে প্রবাসীদের অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরে সংগঠনটি। প্রতিনিধি দলে ছিলেন- ড. ওয়েন লিপার্ট, ফরেস্ট কুকসন, ড. হাসান আলী, শহিদুল আলম ও এমদাদুল হক।

অপজিশন ইন্টারন্যাশনালের প্রতিনিধি দলের সদস্য বিশিষ্ট আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম সাংবাদিকদের জানান, সংগঠনটি প্রবাসীদের ভোটাধিকার নিয়ে প্রধান উপদেষ্টার দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে কাজ করছে।

তিনি বলেন, আমাদের লক্ষ্য এখন ‘মেগাফোন’ তৈরি করা। অর্থাৎ, প্রবাসী ভোটারদের কাছে সঠিক বার্তাগুলো পৌঁছে দেয়া যাতে তারা নির্বাচনের সঙ্গে সংযুক্ত হতে পারেন।

তিনি আরও জানান, প্রবাসীদের ভোটাধিকারে নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটি অনলাইন পোর্টাল চালু করা হচ্ছে। তবে এই পোর্টাল ব্যবহারে যেসব প্রযুক্তিগত বা প্রক্রিয়াগত জটিলতা রয়েছে, সেগুলোর সমাধানে এবং প্রবাসী ভোটারদের সচেতনতা বাড়াতে অপজিশন ইন্টারন্যাশনাল কাজ করে যাবে।