ঢাকা ০৯:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

সরকারি খরচে বিদেশ সফর বন্ধ, কেনা যাবে না যানবাহন

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১০:০৯:৪১ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫
  • / ৩৫৬ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চলতি ২০২৫-২৬ অর্থবছরে সরকারি দপ্তরগুলোতে নতুন করে গাড়ি কেনা ও বৈদেশিক সফরে অংশগ্রহণ বন্ধ ঘোষণা করেছে অর্থ মন্ত্রণালয়। মঙ্গলবার (৮ জুলাই) কৃচ্ছ্র সাধনের অংশ হিসেবে অর্থ বিভাগের জারি করা নির্দেশনায় বলা হয়েছে, উন্নয়ন ও পরিচালন বাজেট থেকে কোনোভাবেই যানবাহন কেনা যাবে না।

নির্দেশনায় আরও বলা হয়েছে, ১০ বছরের অধিক পুরোনো টিওএন্ডইভুক্ত যানবাহন প্রতিস্থাপনের প্রয়োজন হলে, অর্থ বিভাগের অনুমোদন নিয়ে ব্যয় করা যাবে।

এছাড়া শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি মন্ত্রণালয়ের আওতাবহির্ভূত নতুন ভবন (আবাসিক, অনাবাসিক বা অন্যান্য) নির্মাণও বন্ধ থাকবে। চলমান নির্মাণকাজ ৫০ শতাংশের বেশি অগ্রসর হলে তা শেষ করতে অর্থ বিভাগের অনুমোদন নিয়ে ব্যয় করা যাবে। ভূমি অধিগ্রহণ এবং থোক বরাদ্দ খরচেও জারি হয়েছে নিষেধাজ্ঞা।

উন্নয়ন প্রকল্পের আওতায়ও নতুন যানবাহন কেনা যাবে না। ভূমি অধিগ্রহণে খরচ করতে হলে অর্থ বিভাগের অনুমতি নিতে হবে। এমনকি উন্নয়ন সহায়তা খাতে থোক বরাদ্দ ব্যবহার করতেও নিতে হবে পূর্বানুমোদন।

সরকারি অর্থায়নে বিদেশ সফরও সীমিত করা হয়েছে। কোনো কর্মকর্তা সরকারি অর্থে বিদেশে সেমিনার, সিম্পোজিয়াম বা কর্মশালায় অংশ নিতে পারবেন না। তবে বিদেশি বিশ্ববিদ্যালয় বা সংস্থার বৃত্তি ও ফেলোশিপের আওতায় মাস্টার্স বা পিএইচডি করতে যাওয়া যাবে।

এ ছাড়া পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণেও বিদেশ সফরের সুযোগ থাকবে, তবে তা সরকারি অর্থায়নে এবং নির্ধারিত শর্তসাপেক্ষে।

সব ধরনের বিদেশ ভ্রমণের ক্ষেত্রে গত বছরের ৯ ডিসেম্বর প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জারি করা পরিপত্র অনুসরণ করার নির্দেশও পুনর্ব্যক্ত করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

সরকারি খরচে বিদেশ সফর বন্ধ, কেনা যাবে না যানবাহন

আপডেট সময় : ১০:০৯:৪১ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫

চলতি ২০২৫-২৬ অর্থবছরে সরকারি দপ্তরগুলোতে নতুন করে গাড়ি কেনা ও বৈদেশিক সফরে অংশগ্রহণ বন্ধ ঘোষণা করেছে অর্থ মন্ত্রণালয়। মঙ্গলবার (৮ জুলাই) কৃচ্ছ্র সাধনের অংশ হিসেবে অর্থ বিভাগের জারি করা নির্দেশনায় বলা হয়েছে, উন্নয়ন ও পরিচালন বাজেট থেকে কোনোভাবেই যানবাহন কেনা যাবে না।

নির্দেশনায় আরও বলা হয়েছে, ১০ বছরের অধিক পুরোনো টিওএন্ডইভুক্ত যানবাহন প্রতিস্থাপনের প্রয়োজন হলে, অর্থ বিভাগের অনুমোদন নিয়ে ব্যয় করা যাবে।

এছাড়া শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি মন্ত্রণালয়ের আওতাবহির্ভূত নতুন ভবন (আবাসিক, অনাবাসিক বা অন্যান্য) নির্মাণও বন্ধ থাকবে। চলমান নির্মাণকাজ ৫০ শতাংশের বেশি অগ্রসর হলে তা শেষ করতে অর্থ বিভাগের অনুমোদন নিয়ে ব্যয় করা যাবে। ভূমি অধিগ্রহণ এবং থোক বরাদ্দ খরচেও জারি হয়েছে নিষেধাজ্ঞা।

উন্নয়ন প্রকল্পের আওতায়ও নতুন যানবাহন কেনা যাবে না। ভূমি অধিগ্রহণে খরচ করতে হলে অর্থ বিভাগের অনুমতি নিতে হবে। এমনকি উন্নয়ন সহায়তা খাতে থোক বরাদ্দ ব্যবহার করতেও নিতে হবে পূর্বানুমোদন।

সরকারি অর্থায়নে বিদেশ সফরও সীমিত করা হয়েছে। কোনো কর্মকর্তা সরকারি অর্থে বিদেশে সেমিনার, সিম্পোজিয়াম বা কর্মশালায় অংশ নিতে পারবেন না। তবে বিদেশি বিশ্ববিদ্যালয় বা সংস্থার বৃত্তি ও ফেলোশিপের আওতায় মাস্টার্স বা পিএইচডি করতে যাওয়া যাবে।

এ ছাড়া পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণেও বিদেশ সফরের সুযোগ থাকবে, তবে তা সরকারি অর্থায়নে এবং নির্ধারিত শর্তসাপেক্ষে।

সব ধরনের বিদেশ ভ্রমণের ক্ষেত্রে গত বছরের ৯ ডিসেম্বর প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জারি করা পরিপত্র অনুসরণ করার নির্দেশও পুনর্ব্যক্ত করা হয়েছে।