সরকার ৩ আগস্টের মধ্যে ‘জুলাই ঘোষণাপত্র’ প্রকাশে ব্যর্থ হলে সারাদেশের ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে আবারও মাঠে নামার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ (বৃহস্পতিবার, ১০ জুলাই) মাগুরা জেলা সদরে ‘জুলাই পদযাত্রা’র পথসভায় এ হুঁশিয়ারি দেন তিনি।
তিনি বলেন, ‘দুর্নীতি ও চাঁদাবাজ মুক্ত মাগুরা গড়তে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। সরকার যদি ৩ আগস্টের মধ্যে ঘোষণাপত্র না দেয়, তাহলে ছাত্র-জনতাকে নিয়ে আবার মাঠে নামা হবে। ওইদিন জাতীয় শহীদ মিনারে আসার জন্য প্রস্তুত থাকতে হবে সবাইকে।’
এনসিপি জানায়, বিচার সংস্কার ও নতুন সংবিধান প্রণয়নের দাবিতে ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি পালিত হচ্ছে। মাগুরায় পথসভায় অংশ নিয়ে নাহিদ ইসলাম বলেন, ‘এ কর্মসূচির মাধ্যমে আমরা দেশের সব জেলায় জুলাই ভাবনা ছড়িয়ে দিচ্ছি এবং নির্বাচনের আগে কোথায় কী সংকট রয়েছে, তা সরেজমিনে জেনে নিচ্ছি।’
এদিন কর্মসূচির ১০ম দিনে মাগুরা পৌঁছায় এনসিপির গাড়িবহর। সকালে নড়াইলে পথসভা শেষে দলটি মাগুরায় পদযাত্রা করে এবং রাতের যাত্রাবিরতি হয় যশোরে।