সারা দেশের মতো দিনাজপুর বোর্ডেও এসএসসির ফল তুলনামূলক খারাপ হয়েছে। বোর্ডে পাসের হার ৬৭.০৩ শতাংশ। এর মধ্যে জিপিএ ৫ পেয়েছে ১৫ হাজার ৬২ জন। দিনাজপুর বোর্ডে ২ হাজার ৭৮২টি বিদ্যালয়ের মধ্যে মাত্র ৪৮টিতে শতভাগ পাস করেছে। আজ (বৃহস্পতিবার, ১০ জুলাই) চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। এতে পাসের হার ৬৮.৪৫ শতাংশ।
১৩টি বিদ্যালয়ের একজন শিক্ষার্থীও পাস করতে পারেনি। এ বছর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল এক লাখ ৮২ হাজার ২৩৪জন। এর মধ্যে পাস করেছে এক লাখ ২২ হাজার ১৪৬জন।
৪৮টি কেন্দ্রের মধ্যে সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ থেকে শতভাগ পাস করেছে। এই সাফল্যের জন্য শিক্ষার্থী ও শিক্ষকদের কৃতিত্বের কথা জানান প্রতিষ্ঠানটির অধ্যক্ষ।
এদিকে আজ ঢাকা শিক্ষা বোর্ডের সভাকক্ষে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের পরিসংখ্যান তুলে ধরেন বাংলাদেশ আন্তঃশিক্ষা সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবীর।
পরিসংখ্যান অনুযায়ী, মোট পাস করেছেন ১৩ লাখ ৩ হাজার ৪২৬ শিক্ষার্থী। জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৩২ জন।