ঢাকা ০৮:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

ময়মনসিংহ বোর্ডে এসএসসিতে পাসের হার ৫৮.২২ শতাংশ

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৪:৪১:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
  • / ৩৫৪ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ময়মনসিংহ শিক্ষা বোর্ডে এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫৮.২২ শতাংশ। জিপিএ ৫ পেয়েছেন ৬ হাজার ৬৭৮জন। এরমধ্যে ছেলে ২৯ হাজার ৬১২ এবং মেয়ে ৩১ হাজার ৮৪৪ জন। মোট পরীক্ষার্থী ছিল ১ লাখ ৫ হাজার ৫৫৮ জন। পাস করেছে ৬১ হাজার ৪৫৬জন। বিগত কয়েক বছরের তুলনায় ফল কিছুটা খারাপ হয়েছে দেশের সর্বকনিষ্ঠ এই শিক্ষা বোর্ডের।

ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চার জেলার মধ্যে ভালো করেছে জামালপুর জেলা। পাসের হার ৬০.১৯ শতাংশ। সবচেয়ে খারাপ করেছে শেরপুর জেলা, পাসের হার ৫৩.৭৪ শতাংশ। এছাড়া নেত্রকোণা জেলার পাসের হার ৫৯.৫৮ শতাংশ এবং ময়মনসিংহ জেলার পাসের হার ৫৭.৯০ শতাংশ।

আজ (বৃহস্পতিবার, ১০ জুলাই) বোর্ডের নির্দেশনা অনুযায়ী গুণমান নিশ্চিত করে ফল প্রকাশ করা হয়েছে বলে জানান বোর্ডের চেয়ারম্যান। আগামীতে পড়াশোনার মান বাড়ানো ও ফলাফল বৃদ্ধিতে উদ্যোগ নেয়া হবে বলেও জানান তিনি।

এদিকে দুপুরে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয়। এতে পাসের হার ৬৮.৪৫ শতাংশ।

আজ ঢাকা শিক্ষা বোর্ডের সভাকক্ষে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের পরিসংখ্যান তুলে ধরেন বাংলাদেশ আন্তঃশিক্ষা সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবীর।

পরিসংখ্যান অনুযায়ী, মোট পাস করেছেন ১৩ লাখ ৩ হাজার ৪২৬ শিক্ষার্থী। জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৩২ জন।

নিউজটি শেয়ার করুন

ময়মনসিংহ বোর্ডে এসএসসিতে পাসের হার ৫৮.২২ শতাংশ

আপডেট সময় : ০৪:৪১:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫

ময়মনসিংহ শিক্ষা বোর্ডে এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫৮.২২ শতাংশ। জিপিএ ৫ পেয়েছেন ৬ হাজার ৬৭৮জন। এরমধ্যে ছেলে ২৯ হাজার ৬১২ এবং মেয়ে ৩১ হাজার ৮৪৪ জন। মোট পরীক্ষার্থী ছিল ১ লাখ ৫ হাজার ৫৫৮ জন। পাস করেছে ৬১ হাজার ৪৫৬জন। বিগত কয়েক বছরের তুলনায় ফল কিছুটা খারাপ হয়েছে দেশের সর্বকনিষ্ঠ এই শিক্ষা বোর্ডের।

ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চার জেলার মধ্যে ভালো করেছে জামালপুর জেলা। পাসের হার ৬০.১৯ শতাংশ। সবচেয়ে খারাপ করেছে শেরপুর জেলা, পাসের হার ৫৩.৭৪ শতাংশ। এছাড়া নেত্রকোণা জেলার পাসের হার ৫৯.৫৮ শতাংশ এবং ময়মনসিংহ জেলার পাসের হার ৫৭.৯০ শতাংশ।

আজ (বৃহস্পতিবার, ১০ জুলাই) বোর্ডের নির্দেশনা অনুযায়ী গুণমান নিশ্চিত করে ফল প্রকাশ করা হয়েছে বলে জানান বোর্ডের চেয়ারম্যান। আগামীতে পড়াশোনার মান বাড়ানো ও ফলাফল বৃদ্ধিতে উদ্যোগ নেয়া হবে বলেও জানান তিনি।

এদিকে দুপুরে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয়। এতে পাসের হার ৬৮.৪৫ শতাংশ।

আজ ঢাকা শিক্ষা বোর্ডের সভাকক্ষে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের পরিসংখ্যান তুলে ধরেন বাংলাদেশ আন্তঃশিক্ষা সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবীর।

পরিসংখ্যান অনুযায়ী, মোট পাস করেছেন ১৩ লাখ ৩ হাজার ৪২৬ শিক্ষার্থী। জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৩২ জন।