যে স্কুলের ৩২০ পরীক্ষার্থীর সবাই পেল জিপিএ-৫

- আপডেট সময় : ১১:১০:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
- / ৩৬৪ বার পড়া হয়েছে

নরসিংদীর স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান নাছিমা কাদির মোল্লা হাইস্কুল অ্যান্ড হোমস এবারের এসএসসি পরীক্ষায়ও তার ধারাবাহিক সাফল্য বজায় রেখেছে। বিদ্যালয়টির ৩২০ জন শিক্ষার্থীই জিপিএ-৫ পেয়েছে, যা দেশের মধ্যে অন্যতম সেরা ফলাফল।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, বিজ্ঞান বিভাগ থেকে ৩১৭ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৩ জন পরীক্ষায় অংশ নেয়—সবার ফলাফল জিপিএ-৫। অতীতেও বিদ্যালয়টি একাধিকবার শতভাগ পাস ও জিপিএ-৫ পেয়ে দেশসেরা প্রতিষ্ঠানের মর্যাদা অর্জন করেছে।
ফলাফল ঘোষণার পর স্কুল প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। শিক্ষার্থীরা আনন্দে আত্মহারা হয়ে নেচে-গেয়ে মিষ্টি বিতরণ করে। এ সময় বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও থার্মেক্স গ্রুপের চেয়ারম্যান আবদুল কাদির মোল্লা শিক্ষার্থীদের সঙ্গে আনন্দ ভাগ করে নেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় দোয়া পরিচালনা করেন।
এক শিক্ষার্থী শেয়শ্রী সরকার বলেন, শিক্ষকদের আন্তরিকতা, বাড়তি ক্লাস ও নিয়মিত তদারকির কারণে আমি জিপিএ-৫ পেতে পেরেছি। বাবা-মায়ের মুখে হাসি ফোটাতে পেরে খুব ভালো লাগছে।
শিক্ষার্থীরা জানিয়েছে, নিয়মিত ক্লাস ছাড়াও বাড়িতে গিয়ে শিক্ষকদের খোঁজখবর নেওয়া, বিশেষ ক্লাস ও গাইড টিচারের মাধ্যমে দুর্বল শিক্ষার্থীদের আলাদা সহায়তা, এসবই ভালো ফলাফলের পেছনে মূল ভূমিকা রেখেছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইমন হোসেন বলেন, আমাদের সাফল্যের পেছনে রয়েছে শিক্ষক, অভিভাবক ও পরিচালনা পর্ষদের সমন্বিত প্রচেষ্টা। প্রতিষ্ঠাতা আবদুল কাদির মোল্লার দূরদর্শী দিকনির্দেশনা আমাদের পথ দেখায়।
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আবদুল কাদির মোল্লা বলেন, আমরা সারা দেশের ফল বিশ্লেষণ করে বুঝেছি, আমাদের ফলাফল দেশসেরা। এ ধারাবাহিকতা আমরা ধরে রাখার চেষ্টা করব।
২০০৮ সালে নরসিংদী শহরের ভেলানগরে আবদুল কাদির মোল্লা ও তার স্ত্রী নাছিমা বেগম মিলে গড়ে তোলেন এই বিদ্যালয়। বর্তমানে প্রায় ৫ হাজার ৫০০ শিক্ষার্থী ও ১৬৪ জন শিক্ষক-কর্মকর্তার মাধ্যমে একটি কঠোর নিয়মশৃঙ্খলাপূর্ণ ও মানসম্মত শিক্ষা পরিবেশে চলছে প্রতিষ্ঠানটি।
বিদ্যালয়ের এমন সাফল্য শুধু নরসিংদী নয়, গোটা দেশের শিক্ষা খাতের জন্যই একটি প্রেরণার নাম হয়ে উঠছে।