ঢাকা ০১:০১ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

সাত শিক্ষকের ৫ পরীক্ষার্থী, ফেল ৪ জন

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১১:০৭:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
  • / ৩৬০ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহী শিক্ষা বোর্ডের চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার চর অঞ্চলে অবস্থিত আলাতুলি উচ্চ বিদ্যালয়। এ শিক্ষা প্রতিষ্ঠানে ৭ জন শিক্ষক রয়েছেন। এখান থেকে চলতি বছরের এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন ৫ পরীক্ষার্থী। এদের মধ্যে ৪ জনই অকৃতকার্য হয়েছে। আজ (বৃহস্পতিবার, ১০ জুলাই) দুপুরে এসএসসির ফল যাচাই করে এই তথ্য জানা গেছে।

রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ঘোষিত ফলাফলে দেখা যায়, চাঁপাইনবাবগঞ্জের আলাতুলি উচ্চ বিদ্যালয় থেকে এবার ৫ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন। তারা সবাই মানবিক বিভাগের শিক্ষার্থী। এদের মধ্যে একজন পাস করলেও বাকিরা সবাই ফেল করেছে।

এ বিষয়ে জানতে আলতুলি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নওশাদুজ্জামান বলেন, ‘আমাদের স্কুলে শিক্ষার্থীর সংখ্যা খুবই কম। এবার মাত্র ৭ শিক্ষার্থী এসএসসি পরীক্ষার জন্য নিবন্ধন করেছিল। এরমধ্যে ৩ জন ছেলে ও দুজন মেয়ে পরীক্ষায় অংশ নেয়। এতে একজন পাস করেছেন। বাকি আরও দুজন রেজিস্ট্রেশন করেও পরীক্ষায় অংশ নেয়নি। এখানে শিক্ষকের সংকট রয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমাদের বিদ্যালয়টির এমপিওভুক্ত। ৭ জন শিক্ষক রয়েছে। দীর্ঘদিন ধরে ইংরেজি বিষয়ের শিক্ষক নেই। ফলে বিদ্যালয়টিতে ইংরেজি পাঠদান চরমভাবে ব্যাহত হচ্ছে।’

চাঁপাইনববাগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সালমা আক্তার জানান, এবারের এসএসসি পরীক্ষায় চাঁপাইনবাবগঞ্জের যেসব বিদ্যালয়ের ফলাফল খারাপ হয়েছে, তাদের পড়ালেখা, শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতি মনিটরিং করা হবে।

রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আ. ন. ম মোফাখাখারুল ইসলাম জানান, চাঁপাইনবাবগঞ্জ জেলায় পাসের হার ৮১ দশমিক ৪৮ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৮২৪ জন শিক্ষার্থী। এবারের পরীক্ষার ফলাফলে রাজশাহী বিভাগে দ্বিতীয় স্থানে রয়েছে চাঁপাইনবাবগঞ্জ জেলা।

নিউজটি শেয়ার করুন

সাত শিক্ষকের ৫ পরীক্ষার্থী, ফেল ৪ জন

আপডেট সময় : ১১:০৭:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫

রাজশাহী শিক্ষা বোর্ডের চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার চর অঞ্চলে অবস্থিত আলাতুলি উচ্চ বিদ্যালয়। এ শিক্ষা প্রতিষ্ঠানে ৭ জন শিক্ষক রয়েছেন। এখান থেকে চলতি বছরের এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন ৫ পরীক্ষার্থী। এদের মধ্যে ৪ জনই অকৃতকার্য হয়েছে। আজ (বৃহস্পতিবার, ১০ জুলাই) দুপুরে এসএসসির ফল যাচাই করে এই তথ্য জানা গেছে।

রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ঘোষিত ফলাফলে দেখা যায়, চাঁপাইনবাবগঞ্জের আলাতুলি উচ্চ বিদ্যালয় থেকে এবার ৫ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন। তারা সবাই মানবিক বিভাগের শিক্ষার্থী। এদের মধ্যে একজন পাস করলেও বাকিরা সবাই ফেল করেছে।

এ বিষয়ে জানতে আলতুলি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নওশাদুজ্জামান বলেন, ‘আমাদের স্কুলে শিক্ষার্থীর সংখ্যা খুবই কম। এবার মাত্র ৭ শিক্ষার্থী এসএসসি পরীক্ষার জন্য নিবন্ধন করেছিল। এরমধ্যে ৩ জন ছেলে ও দুজন মেয়ে পরীক্ষায় অংশ নেয়। এতে একজন পাস করেছেন। বাকি আরও দুজন রেজিস্ট্রেশন করেও পরীক্ষায় অংশ নেয়নি। এখানে শিক্ষকের সংকট রয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমাদের বিদ্যালয়টির এমপিওভুক্ত। ৭ জন শিক্ষক রয়েছে। দীর্ঘদিন ধরে ইংরেজি বিষয়ের শিক্ষক নেই। ফলে বিদ্যালয়টিতে ইংরেজি পাঠদান চরমভাবে ব্যাহত হচ্ছে।’

চাঁপাইনববাগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সালমা আক্তার জানান, এবারের এসএসসি পরীক্ষায় চাঁপাইনবাবগঞ্জের যেসব বিদ্যালয়ের ফলাফল খারাপ হয়েছে, তাদের পড়ালেখা, শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতি মনিটরিং করা হবে।

রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আ. ন. ম মোফাখাখারুল ইসলাম জানান, চাঁপাইনবাবগঞ্জ জেলায় পাসের হার ৮১ দশমিক ৪৮ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৮২৪ জন শিক্ষার্থী। এবারের পরীক্ষার ফলাফলে রাজশাহী বিভাগে দ্বিতীয় স্থানে রয়েছে চাঁপাইনবাবগঞ্জ জেলা।