এবছর এসএসসি পরীক্ষায় সিলেট শিক্ষা বোর্ডে পাসের হার ও জিপিএ ৫ এর সংখ্যা কমেছে। সিলেট শিক্ষা বোর্ডে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় পাসের হার ৬৮.৫৭ শতাংশ। এর মধ্যে জিপিএ ৫ পেয়েছে ৩ হাজার ৬১৪ জন।
আজ (বৃহস্পতিবার, ১০ জুলাই) বেলা ২টায় এসএসসি পরীক্ষার ফল প্রকাশ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আনোয়ার হোসেন চৌধুরী।
এসময় সিলেট শিক্ষাবোর্ডের চেয়ারম্যান জানান, এবছর সিলেট শিক্ষা বোর্ড থেকে ১ লক্ষ ২ হাজার ২১৯ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে যার মধ্যে পাস করেছে ৭০ হাজার ৯১ জন। যা গত বছর মোট ৭৩.৩৫ শতাংশ। অর্থাৎ গত বছরের তুলনায় ৪.৭৮ শতাংশ শিক্ষার্থী বেশি অকৃতকার্য হয়েছে। জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা কমেছে ১৮৫৭ জন।
সিলেট বিভাগের ৪টি জেলার মধ্যে সর্বোচ্চ পাস সিলেট জেলায় এবং সর্বনিম্ন পাসের হার মৌলভীবাজারে।
সিলেট জেলায় এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে ৪০ হাজার ৭৭৫ জন যার মধ্যে জিপিএ ৫ পেয়েছে ১ হাজার ৯৫০ জন, পাসের হার ৭২.৬৩ শতাংশ।
সুনামগঞ্জ জেলায় মোট পরীক্ষার্থী ২১ হাজার ২৩৭ জনের পাস করেছে ১২ হাজার ৪০৮ জন, যার মধ্যে জিপিএ ৫ পেয়েছে ৪১৭ জন। পাসের হার ৬৯.৩৭ শতাংশ,
হবিগঞ্জে অংশ নেয় ১৮ হাজার ১০৮ জন পরীক্ষার্থী যার মধ্যে জিপিএ ৫ পেয়েছে ৫৮২ জন। পাসের হার ৬৫.৯৫ শতাংশ।
পরীক্ষার ফলাফল খারাপ হওয়ার মূল কারণ হিসেবে জানতে সিলেট শিক্ষাবোর্ডের চেয়ারম্যান জানান, ২০২৫ সালের এসএসসি পরীক্ষার আগে রাজনৈতিক অস্থিরতাসহ ক্লাসের সংখ্যা কম হওয়ায় এবার অন্যান্য বছরের তুলনায় পাসের হার কমেছে।
এছাড়াও সিলেট অঞ্চলে শিক্ষার্থীদের বিদেশ যাওয়ার প্রবণতাসহ নানা কারণে এসএসসি পরীক্ষার ফলাফল ক্রমাগত অবনতি হচ্ছে সিলেট শিক্ষা বোর্ডে।